পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়৷ - S X & নেই, ছ’টার গাড়ীতে ফিরে যেতে হবে। যদি সময় পান আর একদিন এসে দেখা করে যাবেন । দয়াল। ( সলজ্জে ) কি জানি। এ রকম তো তার প্রকৃতি নয় মা । বোধহয় সত্যিই খুব তাড়াতাড়ি। বিজয় । ( কালীপদর প্রতি ) আচ্ছা তুই যা এখান থেকে । যাওয়ার মুখে কালীপদ হঠাৎ ব্যস্ত হইয়া উঠিল, বলিল, কৰ্ত্তবোৰু আসছেন এবং সসঙ্কোচে অন্ত দ্বার দিয়া বাহির হইয়া গেল। মন্থরপদে রাসবিহারীবাৰু প্রবেশ করিলেন রাস। এই যে মা বিজয় । দয়ালবাবুও রয়েছেন দেখছি । বোসো মা, বোসো বোসে । সাদর সসন্ত্রমে নমস্কার করিলেন, বিজয়া উঠিয়া দাড়াইল। রাসবিহারী আসন গ্রহণ করিলে বিজয় পুনরায় উপবেশন করিল রাস। এ ভালোই হলো যে দুজনের সঙ্গে একত্রেই দেখা হলে । আরও অাগেই আসতে পারতাম কিন্তু বিলাসের হঠাৎ সর্দিগমীর মতো হয়ে—মাথায়-মুখে জল দিয়ে, বাতাস করে সে একটু সুস্থ হলে তবে আসতে পারলাম—তার মুখে সবই শুনতে পেলাম দয়ালবাবু। (দয়াল কি একটা বলিবার চেষ্টা করিতেই হাত নাড়িয়া তাহাকে বাধা দিয়া ) ন ন ন!— তার দোষ-স্থালনের চেষ্টা করবেন ন! দয়ালবাবু। যে আপনার মতো সাধু ভগবৎপ্রাণ ব্যক্তিকেও অসম্মান করতে পারে তার