পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>b> বিজয়া তৃতীয় অঙ্ক হওয়া চাই। অন্ততঃ একটা দিনও এই দুঃখ সে ভোগ করুক এই আমার অনুরোধ। বিজয় । বিলাসবাবু কি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন ? রাস। না, সে আমি বলবো না—সে কিছু নয়—ও কথা শুনে তোমার কাজ নেই। বিজয় । কালীপদ । কালীপদ প্রবেশ করিল কালীপদ । আজ্ঞে— বিজয়া। বিলাসবাবু অফিস ঘরে আছেন, একবার তাকে ডেকে আন । কালীপদ । যে আজ্ঞে— কালীপদ চলিয়া গেল রাস । ( সস্নেহ মৃত্যু-ভৎসিনার মুরে) ছি মা ! শুনে পারলে না থাকতে ? এখুনি ডেকে পাঠালে ? ( হাসিয়া দয়ালের প্রতি ) ঠিক এই ভয়টিই করেছিলুম দয়ালবাবু। সে ব্যথা পাচ্ছে শুনলে বিজয় সইতে পারবে না—তাই বলতে চাইনি—কি করে হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল— কিন্তু আমি বাধা দেব কি ক’রে ? মা যে আমার করুণাময়ী ! এ যে সংসারের সবাই জেনেছে। আসুন দয়ালবাবু— দয়াল। চলুন যাই ।