বিষয়বস্তুতে চলুন

পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়৷ >\る今 বিজয়া । (নরেনের প্রতি) চলুন আপনার খাবার দিয়েছে। নরেন। আমার কি রকম ? আমি যে আসবো নিজেই তো জানতুম না । বিজয়া। আমি জানতুম, চলুন ! নরেন। আমার খাবার ব্যবস্থা আপনার শোবার ঘরে ? এ কখনো হয় ? হঁ। কালীপদ, কার খাবার দেওয়া হয়েছে । সত্যি করে বলে। তো ? - . কালীপদ । আজ্ঞে মা’র । আজ সারাদিন উনি প্রায় কিছুই খাননি। নরেন । তাই সেগুলো এখন আমাকে গিলতে হবে ? দেখুন, অন্যায় হচ্চে—এতটা জুলুম আমার পরে চালাবেন না। বিজয় । কালীপদ, তুই নিজের কাজে যা । যা জানিস্নে তাতে কেন কথা বলিস বল তে। Vz (নরেনের প্রতি } চলুন, ওপরের ঘরে । ; V }a۱۰د Yop الهی»؟ নরেন । চলুন, কিন্তু/ভারি অন্যায় আপনার । সকলের প্রস্থান