পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়া >ー。 গে—কিন্তু আপনি খেতে বলুন তো । সাতটার ট্রেণ তো গেলই, ন’টার গাড়ীটাও কি ফেল করবেন ? নরেন। না না, ফেল করবে না, ঠিক ধরবো । নরেন আহারে মন দিল। কালীপদ উকি মারিল। কালীপদ । মা, আপনার খাবার জায়গা কি— বিজয়া । না, এখন না । কালীপদ সরিয়া গেল নরেন। আপনার বাড়ীতে চাকরদের মুখের এই মা’ সম্বোধনটি আমার ভারি ভালো লাগে। বিজয় । তাদের মুখে আর কোন সম্বোধন আছে নাকি ? নরেন। আছে বই কি । মেম-সাহেব বলা— বিজয়া। আপনি ভারি নিন্দুক । কেবল পর-চর্চা । নবেন । যা দেখতে পাই তা বলবো না ? বিজয়া। না । আপনার কাজ শুধু মুখ-বুজে খাওয়া । কিছুটি যেন পড়ে থাকতে না পায়। নরেন। তাহ’লে মারা যাবো। এর মধ্যেই আমার পেট ভরে এসেছে । বিজয়া। না আসেনি। বরঞ্চ এক কাজ করুন, পরের নিন্দে করতে করতে অন্যমনস্ক হয়ে খান। সমস্ত না খেলে কোনমতে ছুটি পাবেন না। নরেন। আপনি এতেই বলচেন খাওয়া হলো না,—কিন্তু কলকাতায় অামার রোজকার খাওয়া যদি দেখেন তো অবাক