পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 3 বিজয়ী প্রথম অঙ্ক বিজয় । আপনি যা ভাল বুঝবেন তাই হবে। টাকা পরিশোধের মেয়াদ তো তাদের শেষ হয়ে গেছে ? রাস। অনেক দিন। সর্ত ছিল আট বৎসরের কিন্তু এটা নয় বৎসর চলছে । বিজয় । শুনতে পাই তার ছেলে নাকি এখানে আছেন । তাকে ডেকে পাঠিয়ে আরও কিছুদিনের সময় দিলে হয় না ? যদি কোন উপায় করতে পারেন ? রাস । ( মাথা নাড়িতে নাড়িতে ) পারবে না—পারবে না—পারলে— বিলাস । পারলেই বা আমরা দেব কেন ? টাকা নেবার সময় সে মাতালটার হু’স ছিল না কি সর্ত করেছি ? এ শোধ দেব কি করে? বিজয়া। (বিলাসের প্রতি মাত্র একবার দৃষ্টিপাত করিল। রাসবিহারীর মুখের দিকে চাহিয়া শান্ত দৃঢ়কণ্ঠে কহিল) তিনি বাবার বন্ধু ছিলেন, তার সম্বন্ধে সসম্মানে কথা কইতে বাবা আমাকে আদেশ করে গেছেন । বিলাস । (সগর্জনে) হাজার আদেশ করলেও সে যে একটা— রাস। আহা চুপ কর না বিলাস! পাপের প্রতি তোমার আন্তরিক ঘৃণা যেন না পাপীর ওপর গিয়ে পড়ে। এইখানেই যে আত্মসংযমের সবচেয়ে প্রয়োজন বাবা । বিলাস। না বাবা, এই সব বাজে sentiment, আমি কিছুতেই সহ্য করতে পারিনে, তা সে কেউ রাগই করুক আর