পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক বিজয়৷ So বিলাস । আঃ দরকার নেই বলচি না ? তাকে বলে দিও অামি বাড়ী চলুম। [ প্রস্থান কালী। বলতে হবে না, তিনি গেলেই জানতে পারবেন। [ প্রস্থান লিভীন্ন দ্রুপণ্য

  • গ্ৰাম্য পথ

পূর্ণ গঙ্গুলী ও দুই তিন জন গ্রামবাসীব প্রবেশ ১ম ব্রাহ্মণ । ই পূর্ণ খুড়ে, শুনচি নাকি পুজো করবার চ কুম পাওয়া গেছে ? পূর্ণ। ই বাবা, জগদম্ব মুখ তুলে চেয়েছেন। জমিদার বাড়ী থেকে হুকুম পাওয়া গেছে পূজোয় তঁর আপত্তি নেই। ১ম ব্রাহ্মণ। শুনে পৰ্য্যন্ত দুশ্চিন্তার অবধি ছিল না খুড়ে । সবাই ভাবচিলে। তোমাদের এত কালের পুজোট। বুঝি এবার বন্ধ হয়ে যায়। হুকুম দিলে কে ? পূর্ণ। জমিদার-কন্যা স্বয়ং । এসব ব্যাপারের তিনি নজে কিছুই জানতেন না। আমাদের নরেন গিয়ে বলতেই আশ্চৰ্য্য হয়ে বললেন, সে কি কথা । আপনার মামাকে জানাবেন তিনি যথারীতি মায়ের পূজো করুন, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। এ সমস্তই ওই ছু ব্যাট বজাত বাপ ব্যাটার কারসাজি ! আমার ওপর ওদের জাতক্ৰোধ । **, ૨