বিষয়বস্তুতে চলুন

পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক বিজয়৷ ২৩ দুঘণ্টায় মাত্র দুটি পেয়েছি, মজুরী পোষায় নি। সময়টা তো কোনো মতে কাটাতে হবে ? বিজয় । কিন্তু মামার পূজোবাড়ীতে এসে তাকে সাহাষ্য না করে পালিয়ে বেড়াচ্ছেন যে বড়ো ? গুটি তুই পুটি মাছ দিয়ে তো তার সাহায্য হবে না ! নরেন । ( হাসিয়া ) না, কিন্তু প্রথমতঃ, মামার বাড়ীতে আমি আসি নি, দ্বিতীয়তঃ, তাকে সাহায্য করবার বহু লোক আছে । আমার প্রয়োজন নেই । বিজয় । মামার বাড়ী আসেন নি ? এখানে তবে আছেন কোথায় ? নরেন। বাড়ী আমার ঐ দিঘড়া গ্রামে। এই বঁাশের সাকো দিয়ে যেতে হয় । বিজয় । দিঘড়ায় ? তা হলে নরেনবাবুকে তো আপনি চেনেন ? তিনি কি রকম লোক বলতে পারেন ? নরেন । ও–নরেন ? তার বাড়ীটা তে আপনি দেনার দায়ে কিনে নিয়েছেন ? এখন তার সম্বন্ধে অনুসন্ধানে আর ফল কি ? যে উদ্দেশ্যে নিলেন সে কথাও এ অঞ্চলের সবাই শুনেছে। বিজয় । একেবারে নেওয়া হয়ে গেছে এই বুঝি এদিকে রাষ্ট্র হয়েছে ? নরেন । হবারই কথা । জগদীশবাবুর সর্বস্ব আপনার বাবার কাছে বিক্রি কবলায় বাধা ছিলো, তার ছেলের সাধ্য নেই তত টাকা শোধ করে"। মেয়াদও শেষ হয়েছে—এ খবর সবাই জানে কি না ।