পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক বিজয়৷ २> করে এলুম। কাদের আহ্বান করতে হবে, কাদের ওপোর সেদিনের ভার দিতে হবে, কি কি করতে হবে,—সমস্ত । রাস । সমস্ত ? বল কি ? এর মধ্যে করলে কি করে ? বিলাস । হ্যা, সমস্ত । আমার কি আর নাওয়া-খাওয়া ছিল ! বিজয়া, তুমি নিশ্চয় ভাবছে। এই কটা দিন আমি রাগ করে আসিনি। যদিও রাগ আমি করিনি, কিন্তু করলেও সেটা কিছু মাত্র অন্যায় হোতে না । রাস। কানাই সিং, চলো ত বাবা একটু এগিয়ে ছপা ঘুরে আসি গে। অনেকদিন নদীর এ-দিকটায় আসতে পারিনি । কানাই। চলিয়ে হুজুর। রাসবিহারী ও কানই সি-এর প্রস্থান বিলাস। তুমি স্বচ্ছন্দে চুপ করে থাকতে পার, কিন্তু আমি পারিনে। আমার দায়িত্ববোধ আছে। একটা বিরাট কাৰ্য্যভার ঘাড়ে নিয়ে আমি কিছুতেই থাকতে পারিনে । আমাদের মন্দির-প্রতিষ্ঠা এই বড়দিনের ছুটিতেই হবে। সমস্ত স্থির হয়ে গেল। এমন কি নিমন্ত্রণ করা পর্য্যন্ত বাকি রেখে আসিনি। উঃ—কাল সকাল থেকে কি ঘোরাটাই না আমাকে ঘুরতে হয়েছে। যাক, ওদিকের সম্বন্ধে এক রকম নিশ্চিন্ত হওয়া গেল, কার কারা আসবেন তাও নোট করে এনেছি, পড়ে দ্যাখে অনেককেই চিনতে পারবে ।