পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়৷ \ריס পরেশ। আপনি ? দামটা কত পড়ল শুনি ? বিজয় । তোর তাতে কি রে ? কিন্তু দ্যাখ, আমি তোকে এমনি একখান কাপড় কিনে দিই যদি তুই— পরেশ । কখন কিনে দেবে ? বিজয় । কিনে দিই যদি তুই একটা কথা শুনিস। কিন্তু তোর মা কি আর কেউ যেন না জানতে পারে। পরেশ । মা জানবে ক্যামনে ? তুমি বলে না—আমি এক্ষুণি শুনবো! বিজয় । তুই দিঘড়া চিনিস্ ? পরেশ । ওই তো হোথা! গুটিপোক খুজতে কতদিন তো দিঘড়ে যাই । বিজয় । ওখানে সব চেয়ে কাদের বড়ো বাড়ী তুই জানিস ? পরেশ । হি—বামুনদের গো ! সেই যে আর বছর রস খেয়ে যে ছাত থেকে ঝাপিয়ে পড়েছিল, তেনাদের। এই যেন হেথায় গোবিন্দর মুড়ি-বাতাসার দোকান, আর ওই হোথী তেনাদের কোটা। গোবিন্দ কি বলে জানোম-ঠাকরুণ বলে সব মাগ্যি গোণ্ড-আধ পয়সায় আর আড়াই গোণ্ড বাতাস মিলবে না, এখন মোটে ফু গোগু ! কিন্তু তুমি যদি একসঙ্গে গোটা পয়সার আনতে দাও তো আমি পাচগোণ্ড৷ আনতে পারি। বিজয় । তুই ছু পয়সার বাতাস কিনে আনতে পারিস্ ? পরেশ । হি, এ হাতে এক পয়সার পাচগোণ্ড৷ འད།:༢ নিয়ে বলবো—দোকানি, এ হাতে আরো পাচগোও গুণে দাও।