পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় দুশ্য গ্রাম্য পথ আমন্ত্রিত পুরুষ ও মহিলার। বিজয়ার গৃহ কৃষ্ণপুর গ্রামেব অভিমুখে ধীরে ধীরে গল্প কলিতে করিতে চলিযাছেন । রঙ্গমঞ্চে সকলেই একত্রে প্রবেশ কীিবেন না, দুষ্টজনে প্রবেশ কলিয়। বাহিল গুহয়। গেলে আবীর দুষ্ট তিনজন প্রবেশ কবিবেন । ১ম । দয়ালবাবুই আচাৰ্য্য হবেন, এ কি স্থির হয়েছে ? ১য়। হন স্থিব বৈকি ! তিনি কালই এসে পৌচেছেন— শুনতে পেলাম ।

ম । কিন্তু তার উপাসনা তো শুনেছি তেমন হৃদয়গ্রাহী নয়। ঢাকার যোগেশবাবুর পিতৃশ্ৰাদ্ধে সান্ধ্য-উপাসনাটা তাই আমাকেই করতে হ’লে । শরীর অসুস্থ, সর্দিতে গল। ভাঞ্জ, বাবধার অস্বীকাব করলাম কিন্তু কেউ ছাড়লেন না। কিন্তু করুণাময়েব কি অপার করুণ । এই দীন হীনের উপাসনা শুনে সেদিন উপস্থিত সকলৰেই ঘন ঘন অশ্রুপাজ করতে হলো । মহিলাদের তো কথাই নেই । ভাবাবেশে তারা প্রায় বিহবল

হয়ে পড়লেন । ২য় । তাতে সন্দেহ কি ? আপনার উপাসন যে এক স্বগীয় বস্তু । ১ম। কিন্তু ত্রিশ টাকার কমে তো দয়ালবাবুর সংসারযাত্রা নিৰ্ব্বাহ হতে পারে না ।