পাতা:বিদায়-আরতি.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিরিরাণী হঠাৎ গ’র্জে উঠল বজ ঝলসিয়ে ব্যোমপথ, পড়ল মৰ্ত্ত্যে ছিন্নপাখা মহেন্দ্ৰ পৰ্ব্বত । পড়ল বিন্ধ্য যোজন জুড়ে, পড়ল গোবৰ্দ্ধন, হারিয়ে গতি পঙ্গু পাহাড় পড়ল অগণন, গ্ৰহতারার মতন যারা ফিরত গো স্বাধীন গরুড় সম অসঙ্কোচে ফিরত নিশিদিন অচল হ’তে দেখ ল তাদের, আমার দু’নয়ন ; দেখার বাকী ছিল তবু, তাই হ’ল দৰ্শন— হর্ষ-বিষাদ মাখা ছবি -- বীরত্ব পুত্রের— উদ্যত বজাগ্নি-আগে দীপ্তি সেই মুখের । ঐরাবতের মাথায় হেনে পাষাণ করবাল শুেনের বেগে ডুবল জলে আমার সে তুলাল ! বজ নাগাল পেলে না তার,—মিলিয়ে গেল কোথা, মূৰ্ছা-শেষে দেখ নু কেবল বয় সাগরের সের্ণতা ! >k 3k >k সেই অবধি চোখের আড়াল, চোখের মণি পর ; পাখনা দুটো যায়নি কাট। এই যা সুখবর। হ্যায়-ধরমের মর্য্যাদা মান রাখতে গেল যারা হার মেনে হয় লাঞ্ছনা সয়, ইেটমুখে রয় তারা ! ইন্দ্র নিলেন পরের সোনা—সেই করমের ফলে আমার মাণিক হারিয়ে গেল অতল সিন্ধুজলে । কুক্ষণে কার হয় কুমতি রোয় সে বিষের লতা, ফল খেয়ে তার পান্থপাৰ্থী লোটায় যথাতথা । কোথায় পাপের সূত্ৰ হ’ল—উঠ ল ঝোড়ে হাওয়া, দিন-মজুরের উড়ল কুঁড়ে বুকের বলে ছাওয়া । > 3 &