পাতা:বিদায়-আরতি.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আরতি डयोंख्ञ ঝড়ে-হানা ডণটে। ফজলী সে মেশে কাচা-মিঠে মজলিসে ; ‘রং-চোরা ফলে রস কি জাগালো”— কুহু কুহু পুছে কার বুলি । ওগো, কে চলেছে ঢেলা-বন ঠেলে বুলবুলি-খোজা চোখ মেলে, জামরুলী-মিঠে ঠোট দুটি কাপে, তাপে কাপে তনু জুইফুলী ! মরি, ভোমরা ছুটেছে তার পাকে হাওয়া ক’রে ছটে পাখনাকে,— ফলের মধুর মরহুম যাপে ফলের মধুর দিন ভুলি ! গান এসেছে সে—এসেছে ! চাপার ফুলে বুলিয়ে আলো হেসেছে ! পুলক-বীণায় স্বর জাগায়ে এসেছে গে। সোনার নায়ে, ( ও যে ) ভুবন-ভরা ভালবাসা বেসেছে ! দখিন-হাওয়ার ছন্দ নিয়ে এসেছে, বকুল-মালার গন্ধ পিয়ে এসেছে, অনাগত যাহার বিভায় মেলব আঁখি নূতন দিবায় (ওগো ) আকাশে তার হিরণ নিশান ভেসেছে। Ty 8 8