পাতা:বিদায়-আরতি.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fবদায়-আরতি হল পুছিলে জবাব দিতে কেঁদে ফেলে শিশুর মত, হারিয়ে মানুষ হারিয়ে পুজি গরীব চাষা বুদ্ধিহত । ভিক্ষা এদের ব্যবসা নহে,—হাত পাতিতে লজ্জা পায়, দৈবে এরা ভিক্ষাজীবী,—আজকে এদের বন্যাদায়। বানের জলে দুধের ছেলে তক্তপোষের নৌকা চড়ে ভেসে ভেসে এক্লা এল কোন গা হতে জলের তোড়ে। তুলতে ধ’রে ঠেকল ভারি তক্তপোষের একটি পায়া, আঁকড়ে পায় জলের তলে মরা মায়ের অমর মায়া ! লুপ্ত আজি পীযুষধারা মত্যুহত মায়ের বুকে, দুধের ছেলে ক্ষুধা পেলে কে দেবে দুধ শুষ্ক মুখে ? এক রাতে যার স্নেহের তুলাল হ’ল পথের কাঙাল হায়, কে দেবে তায় মায়ের স্নেহ ? আজ অভাগার বস্তাদায় । বানের মুখে সীতার টেনে আতুর স্বামীর প্রাণ বাচায়ে, ডাঙায় তুলে কোলের ছেলে, সাৎরে যে ফের ফিরল গায়ে বাধা গরুর খুলতে বাধন, তুলতে নিজের ক্ষুদ্র পুজি, ফিরতে সে আর পারেনি হায় বন্যাজলের সঙ্গে যুঝি’ ; নেই বেঁচে সে চাষার মেয়ে দুঃসাহসী দয়াবতী, আছে তাহার কোলের ছেলে, আছে তাহার আতুর পতি ; তাদের কে আজ পথ্য দেবে—আজকে তারা নিঃসহায়, হাতে হাতে মিলিয়ে নে ভাই, আজ আমাদের বন্যাদায় । আসল গেছে, ফসল গেছে, গেছে দেশের মুখের ভাত ; সামনে পুজো,—নতুন ধুতির সঙ্গে ভাসে তাতীর তাত । কোথায় গেছে হালের বলদ, কোথায় গেছে ছুধের গাই, কার ভিটেতে কে মরেছে,—কিছুরই খোজ খবর নাই । Տ8եr