পাতা:বিদায়-আরতি.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

আমি কহিলাম, “বাছারে অ-নাম!
তোদের যোগ্য নাই যে গেহ।
কঠিন এ ধর কঙ্কর-ভরা,
নবনীর চেয়ে কোমল তোরা,
ঘুমাইয়া থাক্‌ এ হৃদি-কমলে
পরিমল-ঘন স্বপন-ডোর।
ফিরাইয়া চোখ ফুলাইয়া ঠোঁট
মিলাইয়া গেল মূর্ত্তমায়া,
মমতার ক্ষীর-সায়রের জলে
লীলা-কুতূহলী লুকাল কায়া।
কেঁপে গেল বুক, মমতার ভুখ্‌
স্বপনের পাওয়া হারিয়ে ফেলে
হাহাকারে যেন জাগাল আমায়
আঁখিজলে আঁখি-কবাট ঠেলে।
স্বপ্ন-শিশুর স্নেহে অজানিতে
নেমেছিল যেই পীযুষ-ধারা,
অজানিতে গেল ফিরে সে আবার,
সারা দেহ-মনে হ’ল সে হারা!
না পেয়ে আধার অমৃতের ধার
শিরে উপশিরে মিলাল চুপে,
আজ মনে হয় হ’ল সে উদয়
হৃদয়ে বিশ্ব-মৈত্রী-রূপে।
ঘুম পাড়াইয়া যারে ঘুমন্তে
রেখেছিনু হৃদি-পদ্মপুটে,
মনে হয় সেই জলে মহীতলে
শত রূপে তাজ উঠেছে ফুটে।

১৮