পাতা:বিদায়-আরতি.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

তাই তো তোমার জন্মদিনের নাম দিয়েছি আমরা বড়দিন,
স্বরণে যার হয় বড় প্রাণ, হয় মহীয়ান্‌ চিত্ত স্বার্থলীন;
আমরা তোমায় ভালবাসি, ভক্তি করি আমরা অখৃষ্টান,
তোমার সঙ্গে যোগ যে আছে এই এসিয়ার, আছে নাড়ীর টান,
মস্ত দেশের ক্ষুদ্র মানুষ আমরা, তোমায় দেখি অবাক্‌ হ’য়ে,
অশেষ প্রকার অধীনতার ক্রুসের কাঁটা সারা জীবন স’য়ে।
রাষ্ট্র মোদের কাঁটার মুকুট, সমাজ মোদের কাঁটার শয্যা সে যে,
যতই ব্যথায় পাশ ফিরি হয় ততই বেঁধে, ততই ওঠে বেজে!
কাণ্ডারাহীন জীবন-যাত্রা, কুকাণ্ড তাই উঠছে কেবল বেড়ে,
যোগ্যতম জবর্‌দস্তি ফেলছে চ’ষে জগৎটা শিং নেড়ে!
নৃশংসতার তৃণ অতিতৃণ টেক্কা দিয়ে চলছে পরস্পরে,
শয়তানী সে অট্টহাসে সত্য-বাণীর কণ্ঠ চেপে ধরে!
গির্জ্জা-ভাঙা হাউইট্‌জারের গর্জ্জনে হায় ধর্ম্ম গেল তল
মাৎ হ’য়ে যায় মনুষ্যত্ব, ‘কিস্তি’ হাঁকে ভব্য ঠগীর দল।
নিরীহ জন লাঞ্ছনা সয়, সে লাঞ্ছনা বাজে তোমার বুকে,
নিত্য নূতন ক্রুসের কাঠে তোমায় ওর বিধছে পেরেক ঠকে।

তোমার ’পরে জুলুম ক’রে ক্ষুন্ন ক’রে মনুষ্যত্বধারা
রোমের হুকুম-মহকুমা গুঁড়িয়ে গেল, ধূলায় হ’ল হারা।
আজ বিপরীত-বুদ্ধি-বশে ভুল্‌ছে মানুষ ভুলছে কালের বাণী,
তাসের পরে তাস সাজিয়ে ভাবছে হ’ল অটল বা রাজধানী।
মাড়িয়ে মানুষ উড়িয়ে ধূলো অন্ধ বেগে কবন্ধ রথ চলে,
ওষ্ঠবাসী খৃষ্ট-ভক্তি ডুবছে নিতি নীট্‌শেবাদের তলে!
তাকায় জগৎ বাক্যহারা ইয়োরোপের মাটির ক্ষুধা দেখে,
ভব্যতা সে ভির্ম্মি গেছে ভেপসে-ওঠ টাকার গেঁজেয় থেকে,

৭০