পাতা:বিদায়-আরতি.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কোনো ধর্ম্মধ্বজের প্রতি

প্রেমের ধর্ম্ম করছ প্রচার কে গো তুমি সবুট লাথি নিয়ে,—
ডায়ার-মার্কা শিষ্টাচারের লাল-পেয়ালার শেষ তলানি পিয়ে!
কুশলে তো চল্‌ছে তোমার অর্দ্ধঘণ্টা ধর্ম্মোপদেশ দেওয়া,—
টিফিন্‌ এবং টি-এর ফাঁকে? জম্‌ছে ভালো খৃষ্ট-কথার খেয়া?
মুখোস খোলো, মুখস্থ বোল, বোলো না আর টিয়াপাখীর মত
মোট মাসহারার মোহে,— দোরোখা ঢং চালাবে আর কত?
বয়স গত; ক্ষ্যাপার মত কামড় দিতে এলে নকল দাঁতে?
বাঁধানে দাঁত উল্টে গিয়ে, আহা, শেষে লাগবে যে টাক্‌রাতে।
নিরীহ যে সত্যাগ্রহী—কি লাভ হ’ল তারে লাথি মেরে?
সে করেছে তোমায় ক্ষমা; তার চোখে আজ নাও দেখে খৃষ্টেরে।

 *   *   *

“অক্রোধে ক্রোধ জিন্‌তে হবে,”—সে শিক্ষা কি রইল শিকেয় তোলা,
ডিগ্রি নিয়েই ফুরিয়ে গেছে ডাগর-বৃলির যা কিছু বোল্‌বোলা?
উদর তন্ত্র উদারতা? ধর্ম্ম কেবল কথারই কাপ্তেনী?
ডঙ্কা-নাদের পিছন পিছন সত্য নিয়ে খেল্‌ছ ছেনিমেনি?
চেয়ে দ্যাখো কুশের পরে ক্ষুব্ধ কে ওই তোমার ব্যবহারে!
জীবন্তবৎ পাষাণ-মূ্রৎ!—হেটমাথা তাঁর লজ্জাতে ধিক্কারে।
কুড়ি শ’বৎসরের ক্ষত লাল হ’য়ে তাঁর উঠছে নতুন ক’রে।
দেখ্‌ছে জগৎ—পাথর ফেটে ফোঁটায় ফাঁটায় পড়ছে শোণিত ঝ’রে।
দাও ক্ষমাদাও,চোখমেলে চাও,—কি কাণ্ড হায় কর্‌ছ গজাল ঠুকে?
নিরীহদের নির্য্যাতনের সব ব্যথা কার বাজছে দ্যাখো বুকে।
 *   *   *

৭২