বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ br" হইয়া, রাজশাসন কার্য্যেই ব্যাপৃত হইতে হইল। কলিকাতায় এক বিধিদায়িনী সভার ংস্থাপনের অনুমতি হইল। এই নিয়ম হইল, তাহাতে কৌন্সিলের নিয়মিত মেম্বরের, ও কোম্পানির কৰ্ম্মচারী ভিন্ন আর এক জন মেম্বর, বৈঠক করিবেন। এই নূতন সভার কৰ্ত্তব্য এই নিৰ্দ্ধারিত হইল, যখন যেরূপ অবিশ্বক হইবেক, ভারতবর্ষে তখন তদনুরূপ আইন প্রচলিত করিবেন, এবং সুপ্রীম কোর্টের উপর কর্তৃত্ব ও তথাকার বন্দোবস্ত করিবেন। আর, সমুদয় দেশের জন্য এক আইন প্রস্তুত করিবার নিমিত্ত, লা কমিশন নামে এক সভা স্থাপিত হইল। গবর্ণর জেনেরল বাহাদুর, সমুদয় ভারতবর্ষের সৰ্ব্বপ্রধান অধিপতি হইলেন ; অন্যান্য রাজধানী তাহার অধীন হইল। বাঙ্গালার রাজধানী বিভক্ত হইয়া, কলিকাতা ও আগর, দুই স্বতন্ত্র রাজধানী হইল । লার্ড উইলিয়ম বেটিক, প্রজাগণের বিদ্যাবৃদ্ধি বিষয়ে যত্নবান হইয়া, ইঙ্গরেজীশিক্ষায় সবিশেষ উৎসাহ দিয়াছিলেন । ১৮১৩ সালে, পালিমেণ্টের অনুমতি হয়, প্রজাদিগের বিদ্য শিক্ষা বিষয়ে, রাজস্ব হইতে, প্রতি বৎসর, লক্ষ টাকা দেওয়া যাইবেক । এই টাকা, প্রায় সমুদায়ই, সংস্কৃত ও আরবী বিদ্যার অনুশীলনে ব্যয়িত হইত। লার্ড উইলিয়ম বেটিক, ইঙ্গরেজী ভাষার অনুশীলনে তদপেক্ষা অধিক উপকার বিবেচনা করিয়া, উক্ত উভয় বিষয়ের ব্যয়সংক্ষেপ, ও স্থানে স্থানে ইঙ্গরেজী বিদ্যালয় স্থাপন, করিবার অনুমতি দিলেন । তদবধি, এতদ্দেশে, ইঙ্গরেজী ভাষার বিশিষ্টরূপ অনুশীলন হইতে আরম্ভ হইয়াছে। লার্ড উইলিয়ম বেটিক, দেশীয় লোকদিগকে যুরোপীয় চিকিৎসা বিদ্যা শিখাইবার নিমিত্ত, কলিকাতায়, মেডিকেল কালেজ নামক বিদ্যালয় স্থাপিত করিয়া, দেশের সাতিশয় মঙ্গলবিধান করিয়াছেন। চিকিৎসা বিষয়ে নিপুণ হইবার নিমিত্ত, ছাত্রদিগের যে যে বিদ্যার শিক্ষা আবশ্বক, সে সমুদয়ের পৃথক পৃথক অধ্যাপক নিযুক্ত হইলেন। সকল ব্যক্তিই কিঞ্চিৎ কিঞ্চিৎ সঞ্চয় করিতে পারিবেক, এই অভিপ্রায়ে, লার্ড উইলিয়ম বেটিকের অধিকার সময়ে, সেবিংস বেঙ্ক স্থাপিত হয়। যদৰ্থে উহা স্থাপিত হয়, সম্পূর্ণ রূপে তাহ সফল হইয়াছে। লার্ড বেটিক বাহাদুর পঞ্চোত্তর মামুল বিষয়েও মনোযোগ দিয়াছিলেন। বহু কাল অবধি এই রীতি ছিল, দেশের এক স্থান হইতে স্থানান্তরে কোনও দ্রব্য লইয়। যাইতে হইলে, মামুল দিতে হইত ; তদনুসারে, কি জলপথ কি স্থলপথ, সৰ্ব্বত্র এক এক পরমিট স্থাপিত হয়। তথায়, দ্রব্য সকল আটকাইয়৷ তদারক করিবার নিমিত্ত, অনেক কৰ্ম্মচারী নিযুক্ত ছিল। পরমিটের কৰ্ম্মচারীরা যে স্থলে গবৰ্ণমেণ্টের মামুল এক টাকা আদায় করিত,
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১০৯
অবয়ব