পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তখন তাহ স্বদেশবাসীদিগকে দিবার জন্য ব্যস্ত হইয়া উঠিলেন। গবর্ণমেণ্টকে প্ররোচনা দিয়া তাহাদের সাহায্যে স্থানে স্থানে মডেল স্কুল স্থাপন করিতে লাগিলেন। কি অসুবিধাতেই তাহাকে কাৰ্য্য করিতে হইয়াছিল। না ছিল উপযুক্ত শিক্ষক, না ছিল উপযুক্ত পাঠ্য পুস্তক। নিজে পাঠ্য পুস্তক রচনা করিতে আরম্ভ করিলেন ; এবং অনেক স্থলে টোলের পণ্ডিতদিগকে ধরিয়া ভূগোল, জ্যামিতি প্রভৃতি কিনিয়া দিয়া পড়াইয়া কাজ চালাইবার চেষ্টা করিতে লাগিলেন । এমন করিয়া তাহাকে শিক্ষা বিস্তার করিতে হইয়াছে। এই অনন্যসাধারণ মহাপুরুষ বিদ্যাসাগরের যাবতীয় গ্রন্থাবলী প্রকাশ ও প্রচারের দ্বারা যাহারা এই আত্মবিস্মৃতি ও আত্ম-অবিশ্বাসের যুগে তাহার বিপুল কীৰ্ত্তিকে অংশতঃ সঞ্জীবিত করিবার চেষ্টা করিলেন, গ্রন্থাবলীর সম্পাদক হিসাবে আমরা তাহাদিগকে অস্তরের কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি । র্তাহারা আমাদিগকে সৰ্ব্বপ্রকারে সহায়তা এবং সৰ্ব্ববিধ স্বাধীনতা ও সুযোগ না দিলে এই বিরাট গ্রন্থাবলী সম্পাদন ও মুদ্রণ সম্ভব হইত না । যাহাদের বদান্ততায় ইহা সম্ভব হইয়াছে, স্মৃতি-সংরক্ষণ-সমিতি র্তাহাদিগকে যথোচিত সম্মান প্রদর্শন করিয়াছেন । আমরা পুনৰ্ব্বার সকলকে সমস্ত বাংলাভাষাভাষীর পক্ষে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাইয়া বিদায় লইলাম। এই দুর্ভাগ্য দেশে বিদ্যাসাগরের মত পুরুষের কীৰ্ত্তি যত উজ্জল হইবে, আমাদের ততই মঙ্গল । কলিকাতা, ২রা চৈত্র, ১৩৪৬