পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন বালকদিগের সংযুক্তবর্ণপরিচয় এই পুস্তকের উদেশ্ব। সংযুক্ত বর্ণের উদাহরণস্থলে যে সকল শব্দ আছে, শিক্ষক মহাশয়ের বালকদিগকে উহাদের বর্ণবিভাগ মাত্র শিখাইবেন, অর্থ শিখাইবার নিমিত্ত প্রয়াস পাইবেন না। বর্ণবিভাগের সঙ্গে অর্থ শিখাইতে গেলে, গুরু শিষ্য উভয় পক্ষেরই বিলক্ষণ কষ্ট হইবেক, এবং শিক্ষাবিষয়েও আনুসঙ্গিক অনেক দোষ ঘটিবেক । ক্রমাগত শব্দের উচ্চারণ ও বর্ণবিভাগ শিক্ষা করিতে গেলে, অতিশয় নীরস বোধ হইবেক ও বিরক্তি জন্মিবেক, এজন্য মধ্যে মধ্যে এক একটী পাঠ দেওয়া গিয়াছে। অল্পবয়স্ক বালকদিগের সম্পূর্ণরূপে বোধগম্য হয়, এরূপ বিষয় লইয়। ঐ সকল পাঠ অতি সরল ভাষায় সঙ্কলিত হইয়াছে। শিক্ষক মহাশয়েরা উহাদের অর্থ ও তাৎপৰ্য্য স্ব স্ব ছাত্রদিগের হৃদয়ঙ্গম করিয়া দিবেন। শ্ৰীঈশ্বরচন্দ্ৰ শৰ্ম্ম৷ কলিকাতা। সংস্কৃত কালেজ । | ১লা আযাঢ়, সংবং ১৯১২ ৷ দ্বিষষ্টিতম সংস্করণের বিজ্ঞাপন এই সংস্করণে, কোনও কোনও অংশ পরিবর্তিত এবং চারিট নূতন পাঠ সঙ্কলিত ও সন্নিবেশিত হইয়াছে। পুস্তকের শেষভাগে শিশুশিক্ষা হইতে যে অংশ উদ্ধৃত হইয়াছিল, তাহ নিষ্কাশিত হইয়াছে। শ্ৰীঈশ্বরচন্দ্ৰ শৰ্ম্ম৷ কলিকাতা। | সংবৎ ১৯৩৩ ।