পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কথামালা ○ゅ。 রাত্রি প্রভাত হইল। কুকুটদের স্বভাব এই, প্রভাত কালে উচ্চৈঃস্বরে ডাকিয়৷ থাকে। কুকুট শব্দ করিব মাত্র, এক শৃগাল, শুনিতে পাইয়া, মনে মনে স্থির করিল, কোনও সুযোগে, আজ, এই কুকুটের প্রাণ নষ্ট করিয়া, মাংসভক্ষণ করিব । এই স্থির করিয়া, সেই বৃক্ষের নিকটে গিয়া, ধূৰ্ত্ত শৃগাল কুকুটকে সম্বোধিয়া কহিল, ভাই ! তুমি কি সৎ পক্ষী ; সকলের কেমন উপকারক। আমি, তোমার স্বর শুনিতে পাইয়া, প্রফুল্ল হইয়। আসিয়াছি। এক্ষণে, বুক্ষের শাখা হইতে নামিয়া আইস ; দুজনে মিলিয়া, খানিক, আমোদ আহলাদ করি । কুকুট, শৃগালের ধূৰ্ত্ততা বুঝিতে পারিয়া, তাহাকে ঐ ধূৰ্ত্ততার প্রতিফল দিবার নিমিত্ত, কহিল, ভাই শৃগাল ! তুমি, বৃক্ষের তলে আসিয়া, খানিক অপেক্ষা কর, আমি নামিয়া যাইতেছি। শৃগাল শুনিয়া, হৃষ্ট চিত্তে, যেমন বৃক্ষের তলে আসিল, অমনি কুকুর তাহাকে আক্রমণ করিল, এবং, দস্তাঘাতে ও নখরপ্রহারে, তাহার সৰ্ব্ব শরীর বিদীর্ণ করিয়া, প্রাণসংহার করিল। পরের মন্দ চেষ্টায় ফাদ পাতিলে, আপনাকেই সেই ফঁাদে পড়িতে হয় । ব্যাঘ্র ও পালিত কুকুর এক স্থূলকায় পালিত কুকুরের সহিত, এক ক্ষুধাৰ্ত্ত শীর্ণকায় ব্যাভ্রের সাক্ষাৎ হইল। প্রথম আলাপের পর, ব্যাঘ্ৰ কুকুরকে কহিল, ভাল ভাই ! জিজ্ঞাসা করি, বল দেখি, তুমি, কেমন করিয়া, এমন সবল ও স্থূলকায় হইলে ; প্রতিদিন কিরূপ আহার কর, এবং, কি রূপেই বা, প্রতিদিনের আহার পাও । আমি, অহোরাত্র, আহারের চেষ্টায় ফিরিয়াও, উদর পুরিয়া, আহার করিতে পাই না ; কোনও কোনও দিন, উপবাসীও থাকিতে হয় । এইরূপ আহারের কষ্টে, এমন শীর্ণ ও দুর্বল হইয়া পড়িয়াছি। কুকুর কহিল, আমি যা করি, তুমি যদি তাই করিতে পার, আমার মত আহার পাও । ব্যাঘ্ৰ কহিল, সত্য না কি ; আচ্ছা, ভাই ! তোমায় কি করিতে হয়, বল । কুকুর কহিল, আর কিছুই নয় ; রাত্রিতে, প্রভুর বাটীর রক্ষণাবেক্ষণ করিতে হয়, এই মাত্র । ব্যাঘ্ৰ কহিল, আমিও করিতে সম্মত আছি। আমি, আহারের চেষ্টায়, বনে বনে ভ্রমণ করিয়া, রৌদ্রে ও বৃষ্টিতে, অতিশয় কষ্ট পাই। আর এ ক্লেশ সহ হয় না। যদি,