পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—প্রথম ভাগ 88 প্রতিপালন করা, আমাদের পক্ষে সৰ্ব্বতোভাবে বিধেয় । কিন্তু, অংশ করিয়া লইতে গেলে, এমন সুন্দর উদ্যান, একেবারে হতশ্ৰী হইয়া যাইবে । অতএব, আপনি আমার ভ্রাতাকে বুঝাইয়া দেন, সে ন্যায্য মূল্য লইয়া আমায় সমুদয় উদ্যান ছাড়িয়া দিউক। কনিষ্ঠও শুনিয়া ঈষৎ হাস্ত করিয়া, অবিকল ঐ প্রস্তাব করিল। আত্মীয় ব্যক্তি বিস্তর বুঝাইলেন ও অনেক প্রকার কৌশল করিলেন ; কিন্তু কাহাকেও উদ্যানের অংশগ্রহণে, অথবা মূল্য গ্রহণ পূৰ্ব্বক উদ্যানের অংশপরিত্যাগে, সম্মত করিতে পারিলেন না। তখন তিনি যৎপরোনাস্তি বিরাগ ও অসন্তোষ প্রদর্শন পুৰ্ব্বক চলিয়া গেলেন। অনস্তর উভয়েই কৰ্ত্তব্যনিরূপণ নিমিত্ত উকীলদের নিকটে গমন করিল ; এবং অভিলাষামুরূপ উপদেশ ও পরামর্শ পাইয়। নিরতিশয় উৎসাহ সহকারে বিবাদে প্রবৃত্ত হইল। এক স্থানে জ্যেষ্ঠের জয়, অপর স্থানে কনিষ্ঠের জয়, এইরূপে কতিপয় বৎসর ব্যাপিয়া মোকদ্দমা চলিল। অবশেষে, সৰ্ব্বশেষ বিচারালয়ে সমাংশের ব্যবস্থা অবধারিত হইল। তখন উভয়কেই অগত্য। ঐ ব্যবস্থা শিরোধাৰ্য্য করিয়া লইতে হইল । মোকদ্দমার স্যায্য ব্যয় তাদৃশ অধিক নহে । কিন্তু আনুষঙ্গিক ব্যয় এত অধিক যে, দীর্ঘকাল তাহাতে লিপ্ত থাকিলে, প্রায় সৰ্ব্বস্বাস্ত হইয়া যায়। তাহীদের হস্তে যে টাকা ছিল, কিছু দিনের মধ্যে তাহ নিঃশেষ হইয়া গেল ; সুতরাং টাকার সংগ্রহের নিমিত্ত, উভয়কেই ভূসম্পত্তির কিয়ৎ অংশ বিক্রয় করিতে ও কিয়ৎ অংশ বন্ধক রাখিতে হইল। যে উদ্যানের নিমিত্ত এত আগ্রহ ও এত আক্রোশ, তাহাও দীর্ঘকাল উপেক্ষিত হইয়া, শ্রীভ্রষ্ট ও অকিঞ্চিৎকর হইয়া গেল। যখন মোকদ্দমার নিম্পত্তি হইল, সে সময়ে উভয়ে এত ঋণগ্রস্ত হইয়াছিল যে, সৰ্ব্বস্ব বিক্রয় করিলেও ঋণের পরিশোধ হইয়া উঠে না । তাহারা অহঙ্কারে মত্ত হইয়া, এবং প্রতিবেশিগণের ও আত্মীয়বর্গের উপদেশ অগ্রাহ করিয়া বিবাদে প্রবৃত্ত হইয়াছিল। এক্ষণে সেই বিবাদে সৰ্ব্বস্বাস্ত করিয়া, অবশেষে তাহাদিগের যারপরনাই দুর্দশায় কালযাপন করিতে হইল। ন্যায়পরায়ণতা ইংলণ্ডদেশে লেনার্ড নামে এক বালক ছিল। সে অতি দুঃখীর সন্তান । তাহার পিতা অতি কষ্টে সংসারযাত্র সম্পন্ন করিতেন। দুর্ভাগ্যক্রমে, দ্বাদশ বর্ষ বয়ক্রমে লেনার্ডের পিতৃবিয়োগ হয়। তাহার জননীর এরূপ পরিশ্রমশক্তি ছিল না যে, তিনি