পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—দ্বিতীয় ভাগ 8૧૭ হইলে, আমায় উৎকট অকৃতজ্ঞতাপাপে লিপ্ত হইতে হয়। অকৃতজ্ঞ বলিয়া, লোকালয়ে পরিচিত হওয়া অপেক্ষা, প্রাণত্যাগ করা ভাল । আমি অতি দীন ও সহায়হীন ছিলাম । আমায়, অধিক দিন, সপরিবারে অনাহারে থাকিতে হইত। সৌভাগ্যক্রমে, তাহার কৃপাদৃষ্টি হওয়াতে, আমার দুঃখ দূর হইয়াছে। এক্ষণে আমি বিলক্ষণ সঙ্গতিপন্ন এবং সৰ্ব্বত্র মান্ত ও গণ্য হইয়াছি। এ সমস্তই সেই দয়াশীল মহাপুরুষের অনুগ্রহের ফল। র্তাহার দয়া ও অনুগ্রহ আমার হৃদয়ে, সৰ্ব্বক্ষণ, বিলক্ষণ জাগরূপ রহিয়াছে। এমন স্থলে, প্রাণদণ্ডভয়ে, তাহার গুণকীৰ্ত্তনে বিরত হইলে, অামায় নিরতিশয় অধৰ্ম্মগ্রস্ত হইতে হইবে । অতএব ধৰ্ম্মাবতার, ইচ্ছা হয়, আমার প্রাণদণ্ড করুন ; জীবিত থাকিয়, তামি কোনও কারণে, তাহার গুণকীৰ্ত্তনে বিরত হইতে পারিব না । বৃদ্ধ আরবের কৃতজ্ঞতা ও অকুতোভয়তার আতিশয্য দর্শনে, খলীফা যৎপরোনাস্তি প্রীতিপ্রাপ্ত হইলেন, এবং সাতিশয় প্রসন্ন হইয়া, তাহাকে বহুমূল্য পুরস্কার দিলেন। তখন, সেই বৃদ্ধ আবার বলিলেন, ধৰ্ম্মাবতার, বরমীকীর অনুগ্রহই আমার এই অভাবনীয় সম্মানের একমাত্র কারণ । উপকার স্মরণ একদিন, আমেরিকার এক আদিম নিবাসী ইংরেজদের পান্থনিবাসে উপস্থিত হইল, এবং পান্থনিবাসের কত্রীর নিকটে প্রার্থনা করিল, আপনি দয়া করিয়া আমায় কিছু আহার দেন ; আমি ক্ষুধায় অতিশয় কাতর হইয়াছি । আপনি যে আহার দিবেন, আজ আমি তাহার মূল্য দিতে পারিব না। অঙ্গীকার করিতেছি, যত শীঘ্ৰ পারি, আপনার এই ঋণের পরিশোধ করিব ; কদাচ তাহার অন্যথা হইবে না। পাস্থনিবাসের কত্রী তাহার প্রার্থনা শুনিয়া, যথেষ্ট গালি দিলেন, এবং বলিলেন, আমি পরিশ্রম করিয়া যে উপার্জন করি, তোর মত লোককে খাওয়াইয়। তাহ নষ্ট করিতে পারিব না । তুই, এখনই এখান হইতে চলিয়া যা । এই কথা শুনিয়া, সে চলিয়া যাইবার উপক্রম করিলে, তথায় উপস্থিত এক ভদ্র ব্যক্তি, তাহার আকার প্রকার দর্শনে, স্পষ্ট বুঝিতে পারিলেন, সে, যথার্থই, ক্ষুধায় অতিশয় কাতর হইয়াছে। তখন তিনি পাস্থনিবাসের কত্রীকে বলিলেন, এ ব্যক্তির যাহ আবশ্বক e (ت\