পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ ৫২৩ করিয়াছিলেন যে, “আমি কিছুকাল সৈন্তসংক্রান্ত কৰ্ম্মে নিযুক্ত ছিলাম ; এক্ষণে, দুর্ঘটনাক্রমে, যার পর নাই দুরবস্থায় পড়িয়াছি ; আমার পরিবার আছে ; তাহাদেরও অত্যন্ত দুৰ্গতি ঘটিয়াছে। যাহাঁদের দয়া ও পরের দুঃখ দূর করিবার ক্ষমতা আছে, তাহাদের পক্ষে এই সংবাদই যথেষ্ট। তাদৃশ ব্যক্তিরা অমুক স্থানে আসিলে, আমার পূর্বতন ও বৰ্ত্তমান অবস্থার সবিশেষ পরিচয় পাইতে পরিবেন।” এই বিজ্ঞাপন পাঠ করিয়া, রাজ্ঞী, নির্দিষ্ট স্থানে গিয়া, স্বচক্ষে তাহার অবস্থা দেখিবেন, ও স্বকৰ্ণে তাহার দুঃখের কথা শুনিবেন, স্থির করিলেন। রাজপথে বহির্গত হইলে, কেহ তাহারে জানিতে না পারে, এজন্য তিনি, সামান্ত্যপরিচ্ছদপরিধান, ও সামান্য যানে আরোহণ করিয়া, এবং এক মাত্র সহচরী সমভিব্যাহারে লইয়া, প্রস্থান করিলেন, এবং কিয়ৎ ক্ষণ পরে, তাহার আলয়ে উপস্থিত হইয়া, দেখিলেন, একটি স্ত্রীলোক শয়ন করিয়া আছে, রোগ, শোক ও দৈন্য বশতঃ তাহার শরীর অত্যন্ত শীর্ণ ও বিবর্ণ হইয়া গিয়াছে ; বক্ষঃস্থলে একটি অতি অল্পবয়স্ক বালিক। শয়ন করিয়া আছে, তাহার আকার জননীর অপেক্ষাও শীর্ণ ও বিবর্ণ, নয়ন দুটি মুদ্রিত ; দেখিয়া বোধ হইল, তাহার মৃত্যু হইয়াছে ; গৃহের এক পার্শ্বে একটি হীনবেশ স্নানমুখ পুরুষ ; শীর্ণকায় শিশু সন্তান ক্রোড়ে করিয়া, স্নেহপূর্ণ ও শোকাকুল লোচনে তাহার মুখ নিরীক্ষণ করিতেছে। গৃহপ্রবেশপূৰ্ব্বক, সেই নিরুপায় পরিবারের দুরবস্থা প্রত্যক্ষ করিবামাত্র, রাজ্ঞী এত দুঃখিত ও ব্যথিত হইলেন যে, আর অগ্রসর হইতে পারিলেন না, স্বীয় সহচরীর হস্তধারণ করিয়া, সেই স্থানেই দণ্ডায়মান রহিলেন । ইতিপূৰ্ব্বে তিনি কখন ঈদৃশ হৃদয় বিদারণ ব্যাপার প্রত্যক্ষ করেন নাই। গৃহস্বামী, তাহাদিগকে দেখিবামত্র, চকিত হইয়া, দণ্ডায়মান হইলেন, শিশু সন্তানটিকে তাহার মৃতকল্প জননীর পাশ্বদেশে রাখিয়া দিলেন, এবং তাহাদের সম্মুখবর্তী হইয়া, সাদর বচনে বসিবার অভ্যর্থনা করিলেন। রাজ্ঞী, আমরা অবশু বসিব, এই বলিয়া আসনপরিগ্রহ করিলেন। কিয়ৎক্ষণপরে, রাজ্ঞীর সহচরী আগমনপ্রয়োজন ব্যক্ত করিলেন । তিনি গৃহস্বামীকে সম্বোধন করিয়া কহিলেন, আমরা আপনকার বিজ্ঞাপন পাঠ করিয়াছি, এবং বিজ্ঞাপনপত্রে যেরূপ লিখিত ছিল, তদনুসারে আপনকাব অবস্থার সবিশেষ বিবরণ জানিবার নিমিত্ত আসিয়াছি । তিনি শুনিয়া বিনীত ভাবে কহিলেন, আপনারা যে, এই দীনের প্রতি দয়। করিয়া, এপর্য্যন্ত আগমন করিয়াছেন, ইহাতে আমি চরিতার্থ হইলাম ; বোধ হয়, আজি আমার দুঃখের নিশার অবসান হইল। আমার দুরবস্থা আপনার স্বচক্ষে প্রত্যক্ষ করিলেন,