বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@ 8 o বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা আফ্রিকা পৰ্য্যন্ত উপস্থিত হইল ; অনন্তর, উত্তমাশা অন্তরীপ অতিক্রম করিয়া, উত্তরপূৰ্ব্বাভিমুখে চলিতে চলিতে, আরোহীদিগের দুর্ভাগ্যক্রমে, এক জলমগ্ন পাহাড়ে সংলগ্ন হইল । তলভেদ হইয়া এ রূপে জলপ্রবেশ হইতে লাগিল যে, অবিলম্বে উহার অর্ণবপ্রবাহে মগ্ন হওয়া অপরিহার্য্য হইয়া উঠিল । জাহাজের উপর পিনেস নামে একখানি ক্ষুদ্র তরী ছিল । এই সৰ্ব্বনাশ উপস্থিত দেখিয়া, কাপ্তেন সেই পিনেস জলে ভাসাইলেন, এবং কিছু আহারসামগ্ৰী লইয়া, আর উনবিংশতি ব্যক্তির সহিত উহাতে আরোহণ করিলেন । এতদ্ভিন্ন, অনেকে ঐ পিনেসে আসিবার নিমিত্ত উদ্যম করিয়াছিল, কিন্তু অধিক লোক হইলে পাছে মগ্ন হইয়া যায়, এই আশঙ্কায়, তাহারা তরবারিপ্রহার দ্বারা উহাদিগকে নিবৃত্ত করিলেন ; এই রূপে, কাপ্তেন ও তৎসমভিব্যাহারীর প্রস্থান করিলে পর, জাহাজ অবশিষ্ট আরোহিবর্গের সহিত অর্ণবগর্তে প্রবিষ্ট হইল । সমুদ্রপথে কম্পাস ব্যতিরেকে দি নির্ণয় হয় না। জাহাজে কম্পাস ছিল, কিন্তু কাপ্তেন, প্রাণবিনাশশঙ্কায় নিতান্ত অভিভূত ও একান্ত ব্যাকুলচিত্ত হইয়া, কম্পাস লইতে বিস্মৃত হইয়াছিলেন ; সুতরাং, পিনেসের লোকেরা, দি নিরূপণ করিতে না পারিয়া, যদৃচ্ছাক্রমে দাড় বাহিয়৷ চলিলেন । সমুদ্রের জল এরূপ লবণময় যে কোন ক্রমেই পান করিতে পারা যায় না। জাহাজে পানাৰ্থ জল ছিল, পিনেসের লোকের ব্যাকুলত প্রযুক্ত তাহাও লইতে পারেন নাই ; এজন্য তাহদের পিপাসানিবন্ধন কষ্টের একশেষ ঘটিয়াছিল। তাহার এইরূপ দুরবস্থায় পিনেস চালাইতে লাগিলেন । জাহাজের কাপ্তেন পূর্বাবধি পীড়িত ও অত্যন্ত দুর্বল ছিলেন ; চারি দিন পরে তাহার মৃত্যু হইল। এই দুর্ঘটনা দ্বারা পিনেসে অশেষবিধ বিশৃঙ্খলা উপস্থিত হইতে লাগিল ; সকলেই কর্তৃত্বভার গ্রহণে ও আজ্ঞাপ্রদানে উছাত, কেহই অধীনতাস্বীকারে ও আজ্ঞাপ্রতিপালনে সম্মত নহেন। অবশেষে, সকলে ঐক্যমত্য অবলম্বনপূর্বক, এক অভিজ্ঞ বৃদ্ধ ব্যক্তির হস্তে কর্তৃত্বভার প্রদান করিলেন । কত দিনে তাহারা তীর প্রাপ্ত হইবেন, তাহার নিশ্চয় ছিল না ; আর তাহারা যে আহারসামগ্ৰী লইয়া পিনেসে আরোহণ করিয়াছিলেন, তাহ প্রায় নিঃশেষ হইয়। আসিল ; সুতরাং, স্বল্পাবশিষ্ট ভাগ দ্বারা সকলের অধিক দিন প্রাণধারণ হওয়া কোন ক্রমেই সস্তাবিত নহে ; এজন্য, নূতন কাপ্তেন এই প্রস্তাব করিলেন, আমরা পিনেসে যত লোক আছি, অবশিষ্ট আহারসামগ্রী দ্বারা অধিক দিন সকলের প্রাণধারণ অসম্ভব ; অতএব, লাটরি