পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—-তৃতীয় ভাগ 6 8ፃ হইল। তখন সে দ্বার খুলিয়া দিয়া বালকের প্রাণরক্ষা করিতে উদ্যত হইল। কিন্তু, দ্বিতীয় ক্ষণেই বিবেচনা করিল, নিরপরাধ বালকের প্রাণবধ করায় উহাদের কোন ইষ্টাপত্তি দেখিতেছি না ; কিন্তু, দ্বার খুলিয়া দিলে, আমার প্রাণবধ ও প্রভুর সৰ্ব্বনাশ অবধারিত ; বিশেষত, দ্বার খুলিয়া দিলে, বালকের প্রাণবধ করিবেক না, তাহারই স্থিরতা কি। অতএব, আমি কোন ক্রমেই দ্বার খুলিব না, ভাগ্যে যাহ থাকে, তাহাই ঘটিবে। এই স্থির করিয়া, সে উপবিষ্ট রহিল। কিন্তু, সেই দম্য, দরজা খুলিয়া দে, নতুবা বালককে কাটিয়া ফেলি ও বাীিতে অগুন লাগাইয়া দি, নিরস্তুর এই ভয় প্রদর্শন করিতে লাগিল । কিয়ৎ ক্ষণ পরে, সেই দস্থ্য, বালককে ভূতলে ফেলিয়া, বাটতে আগুন লাগাইয়৷ দিবার অভিপ্রায়ে, অগ্নিপ্রজালনোপযোগী দ্রব্যের অন্বেষণ করিতে লাগিল। ঐ বাটতে একটি মিল (১) ছিল । যে গুহে মিল থাকিত, উহার ভিত্তিতে একটি বৃহৎ গৰ্ত্ত ছিল । ঐ গৰ্ত্ত দ্বারা মিলের চক্রের উপর আসিতে পারা যায় । দস্থ্য সহসা সেই গৰ্ত্ত দেখিতে পাইয়া, ও গৰ্ত্ত দ্বারা বাটতে প্রবিষ্ট হইতে পারা যায় বুঝিতে পারিয়া, অত্যন্ত আনন্দিত হইল, এবং বালকের পলায়ননিবারণার্থ তাহার হস্ত পদ বন্ধনপূর্বক, উদ্ভাবিত গৰ্ত্ত দ্বার। বাটীতে প্রবেশ করিবার চেষ্টা দেখিতে গেল। হাচেন, ঐ গর্তের অস্তিত্ব বা তদ্বারা বাটীতে প্রবেশ করিতে পারা যায় ইহা, অবগত ছিল না, এবং দস্থ্য, ঐ উপায় অবলম্বন করিয়া, বাটতে প্রবেশ করিবার উদ্যোগ করিতেছে, তাহাও জানিতে পারিল না। কারণ, সে যেখানে বসিয়াছিল, তথা হইতে ঐ দিক দেখিতে পাওয়া যায় না। কিন্তু, ভাবিতে ভাবিতে, এই সময়ে তাহার মনে সহসা এক বিষয় উদিত হইল। সে বিবেচনা করিল, রবিবারের দিন মিল অবধারিত বন্ধ থাকে, কেহ কখন উহা চলিতে দেখে নাই ; কিন্তু, আজি যদি মিল চালাইয়া দি, তাহ হইলে প্রতিবেশীরা নিঃসন্দেহ বোধ করিলেক, অবশ্যই কোন অসামান্ত ব্যাপার ঘটিয়াছে ; এবং প্রভুও, দূর হইতে দেখিতে পাইয়া, এই বিরূপ ঘটনার কারণ নির্ণয় করিতে না পারিয়া, ব্যস্ত হইয় গৃহ প্রত্যাগমন করিবেন। এই স্থির করিয়া, হাচেন মিল চালাইতে চলিল । বহু দিন ঐ বাটতে থাকাতে, সে মিল চালাইবার প্রণালী বিলক্ষণ অবগত ছিল ; এক্ষণে, মিলঘরে প্রবেশ করিয়া, মুহূর্তের মধ্যে কল চালাইয়া দিল। সমুদয় যন্ত্র প্রবল বেগে চলিতে আরম্ভ করিল। চক্র ও যন্ত্রের অপরাপর অবয়ব হইতে ভয়ঙ্কর শব্দ উত্থিত হইতে লাগিল। এই সময়ে, (১) যব কলায় প্রভৃতি শস্ত বা অন্তবিধ কঠিন দ্রব্য চূৰ্ণ করিবার যন্ত্র।