পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ QQQ হয় ; কিন্তু সাবিনস ও অলিন্দা স্বচ্ছন্দ চিত্তে ও অবিচলিত সপ্তাবে কালহরণ করিতে লাগিলেন ; এক দিন, এক ক্ষণের জন্যে, তাহীদের বিষাদ বা অসন্তোষের লক্ষণ ঘটে নাই । উভয়েই উভয়কে সুখী ও স্বচ্ছন্দচিত্ত করিবার নিমিত্ত প্রাণপণে যত্ন ও প্রয়াস করিতেন । কখন কখন সাবিনস, অলিন্দার কষ্টদর্শনে ক্ষুব্ধ হইয়া, আক্ষেপ প্রকাশ করিতেন, কিন্তু, অলিন্দা কহিতেন, অয়ি নাথ ! তুমি অকারণে আক্ষেপ করিতেছ কেন ; যদি আমি তোমার সহবাসমুখে বঞ্চিত না হই, তাহ হইলে, যত দুরবস্থা ঘটুক না কেন, আমি অণুমাত্র অসুখ বোধ করিব না ; যত দিন আমার এরূপ বিশ্বাস থাকিবেক, আমার উপর তোমার স্নেহের ও অনুরাগের বৈলক্ষণ্য ঘটে নাই, তত দিন কোন কারণেই আমার চিত্তবৈকল্য বা কষ্টবোধ হইবেক না ; এবং যত দিন তোমার প্রেয়সী বলিয়া আমার অভিমান থাকিবেক, তত দিন সম্পত্তিনাশ, বন্ধুবিচ্ছেদ বা অন্যবিধ কোন কারণে আমি কিছুমাত্র দুঃখবোধ করিব না। অলিন্দার এইরূপ বাক্যবিন্যাস শ্রবণে মোহিত ও পুলকিত হইয়া, সাবিনস অশ্রুবিসর্জন করিতেন । সৰ্ব্বস্বাস্ত ঘটিবার পরেও, তাহাদের যৎকিঞ্চিৎ যাহা সংস্থান ছিল, কিছু দিনের মধ্যেই তাহ নিঃশেষিত হইল, সুতরাং সকল বিষয়েই র্তাহীদের দুঃখের একশেষ ঘটিল। তাহারা তাহাতেও অণুমাত্র বিষাদ বা অসন্তোষ প্রদর্শন করিলেন না। অল্প দিন হইল, র্তাহীদের যে সন্তান জন্মিয়াছিল, সেইটিকে অবলম্বন করিয়া, তাহারা নিরুদ্বেগ চিত্তে কালহরণ করিতে লাগিলেন । যাহা হউক, এই সময়ে তাহদের দুঃখের অবধি ছিল না, এবং কত কালে সেই দুঃখের অবসান হইবেক, তাহারও স্থিরতা ছিল না। এক দিন, অপরাহুসময়ে তাহদের পুলটি ক্রীড়া করিতেছে, এবং তাহারা উভয়েই প্রফুল্ল চিত্তে ও উৎসুক নয়নে তাহার ক্রীড়া নিরীক্ষণ করিতেছেন, এমন সময়ে সহসা এক ব্যক্তি র্তাহাদের সম্মুখবত্তী হইল, এবং অনুচ্চ স্বরে তাহাদিগকে কহিতে লাগিল, অদ্য দুই দিবস হইল, এরিয়ানার মৃত্যু হইয়াছে ; মৃত্যুকালে তিনি বিনিয়োগপত্র দ্বারা আপন সৰ্ব্বস্ব এক আত্মীয় ব্যক্তিকে দান করিয়া গিয়াছেন ; ঐ আত্মীয় ব্যক্তি এক্ষণে উপস্থিত নাই, কাৰ্য্যবিশেষে দূরদেশে আছেন, কিঞ্চিৎ ব্যয় করিলে, ঐ বিনিয়োগপত্র অনায়াসে আপনাদের হস্তগত ও অগ্নিসাৎ হইতে পারে ; তাহা হইলেই আপনার তাহার সমস্ত সম্পত্তির অধিকারী হইতে পারেন ; কারণ, ঐ বিনিয়োগপত্রের অসদ্ভাব ঘটিলে, আপনারাই সৰ্ব্বাগ্রে অধিকারী। সাবিনস ও অলিন্দা, এই ধৰ্ম্মবিদ্বিষ্ট প্রস্তাব শ্রবণ করিয়া, যৎপরোনাস্তি ঘৃণাপ্রদর্শন করিলেন, সাতিশয় অসন্তোষ ও রোষ প্রদর্শনপূর্বক প্রস্তাবকারীকে গৃহ হইতে বহিষ্কৃত