পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬১২ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ তিনি বুঝিতে পারিলেন, ভক্তবৎসল ভগবান স্বয়ং আসিয়া লিখিয়া গিয়াছেন। পরে শয়নাগারে প্রবেশ করিয়া দেখিলেন, শয্যা পাতিত আছে, প্রভু অন্তৰ্হিত হইয়াছেন। তখন, আপনাকে যৎপরোনাস্তি ভাগ্যবান ও প্রভুর অসাধারণ কৃপাপাত্র স্থির করিয়া, জয়দেব প্রভুর প্রসাদ বলিয়া পদ্মাবতীর পাত্রাবশিষ্ট গ্রহণ দ্বারা আত্মাকে চরিতার্থ করিলেন । কেন্দুবিল্ব গ্রামে জয়দেবের বাস ছিল । (৮) বীরভূমির প্রায় দশ ক্রোশ দক্ষিণে, অজয় নদের উত্তরতীরে, কেন্দুলি নামে যে গ্রাম আছে, জয়দেব তাহাকেই কেন্দুবিল্ব নামে নির্দেশ করিয়াছেন। ঐ কেন্দুলি গ্রামে অদ্যাপি, জয়দেবের স্মরণার্থে, প্রতিবৎসর পৌষমাসে বৈষ্ণবদিগের মেলা হইয়া থাকে। জয়দেব কোন সময়ে প্রাহুভূত হইয়াছিলেন, তাহার নিশ্চয় হওয়া দুর্ঘট । খণ্ডকাব্য কোন এক বিষয়ের উপর লিখিত অনতিদীর্ঘ যে কাব্য, আলঙ্কারিকের তাহাকে খণ্ডকাব্য বলেন। খণ্ডকাব্য মহাকাব্যের প্রণালীতে রচিত, কিন্তু মহাকাব্যের সম্পূর্ণলক্ষণ ক্রান্ত নহে । কোন কোন খণ্ডকাব্য মহাকাব্যের ন্যায় সর্গবন্ধে বিভক্ত নয়। আর যে সকল খণ্ডকাব্য সর্গবন্ধে বিভক্ত, তাহাতেও সর্গসংখ্যা আটের অধিক নহে। মেঘদূত ংস্কৃত ভাষায় যত খণ্ডকাব্য আছে, মেঘদূত সৰ্ব্বাংশে সৰ্ব্বোৎকৃষ্ট । এই অষ্টাদশাধিক শতশ্লোকাত্মক খণ্ডকাব্য কালিদাসপ্রণীত। মেঘদূত এইরূপ ক্ষুদ্র কাব্য বটে, কিন্তু ইহার প্রায় প্রত্যেক শ্লোকেই অদ্বিতীয় কবি কালিদাসের অলৌকিক কবিত্বশক্তির সম্পূর্ণ লক্ষণ সুস্পষ্ট লক্ষিত হয়। কুবেরের ভূত্য এক যক্ষ, অত্যন্ত স্ত্ৰৈণতাপ্রযুক্ত, আপন কৰ্ম্মে অবহেলা করাতে, কুবের তাহাকে এই শাপ দেন যে তোমাকে একাকী এক বৎসর রামগিরিতে অবস্থিতি (৮) বর্ণিতং জয়দেবকেন হরেরিদং প্রবণেন । কেন্দুবিশ্বসমুদ্রসম্ভবরোহিণীরমণেন ॥