পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস--দ্বিতীয় ভাগ 8৩ চারি হাজার টাকার অধিক উপটৌকন পাইলে, সরকারী ভাণ্ডারে জমা করিয়া দিবেন, এবং গবর্ণরের অনুমতি ব্যতিরেকে, হাজার টাকার অধিক উপহার লইতে পারিবেন না । এই সকল উপদেশ দিয়া, ডিরেক্টরের ক্লাইবকে ভারতবর্ষে প্রেরণ করিলেন । তিনি, ১৭৭৫ খৃঃ অব্দের ৩রা মে, কলিকাতায় উত্তীর্ণ হইয়া দেখিলেন, ডিরেক্টরের, যে সকল আপদের আশঙ্কা করিয়া, উদ্বিগ্ন হইয়াছিলেন, সে সমস্ত অতিক্রান্ত হইয়াছে ; কিন্তু গবৰ্ণমেণ্ট যৎপরোনাস্তি বিশৃঙ্খল হইয়া উঠিয়াছে। অন্তের কথা দূরে থাকুক, কোন্সিলের মেস্বরেরাও কোম্পানির মঙ্গলচেষ্টা করেন না । সমুদয় কৰ্ম্মচারীর অভিপ্রায় এই, যে কোনও উপায়ে অর্থে পার্জন করিয়া, ত্বরায় ইংলণ্ডে প্রতিগমন করিবেন । সকল বিষয়েই সম্পূর্ণরূপ অবিচার। আর, এতদেশীয় লোকদিগের উপর এত অত্যাচার হইতে আরম্ভ হইয়াছিল যে, ইঙ্গরেজ এই শব্দ শুনিলে, তাহাদের মনে ঘুণার উদয় হইত। ফলতঃ, তৎকালে, গবর্ণমেণ্ট সংক্রান্ত ব্যক্তিদিগের ধৰ্ম্মাধৰ্ম্মজ্ঞান ও ভদ্রতার লেশ মাত্র ছিল না । পূৰ্ব্ব বৎসর ডিরেক্টরের দৃঢ়রূপে আজ্ঞা করিয়াছিলেন, তাহাদের কৰ্ম্মচারীরা আর কোনও রূপে উপটৌকন লইতে পারিবেন না ; এই আজ্ঞ উপস্থিত হইবার সময়, বৃদ্ধ নবাব মীর জাফর মৃত্যুশয্যায় ছিলেন। কোন্সিলের মেম্বরের উক্ত আজ্ঞা কোন্সিলের পুস্তকে নিবিষ্ট করেন নাই ; বরং, মীর জাফরের মৃত্যুর পর, এক ব্যক্তিকে নবাব করিয়া, তাহার নিকট হইতে অনেক উপহার গ্রহণ করেন ; সেই পত্রে ডিরেক্টরের ইহাও আদেশ করিয়াছিলেন, তাহদের কৰ্ম্মচারীদিগকে নিজ নিজ বাণিজ্য পরিত্যাগ করিতে হইবেক । কিন্তু, এই স্পষ্ট আজ্ঞা লঙ্ঘন করিয়া, কোন্সিলের সাহেবের নূতন নবাবের সহিত বন্দোবস্ত করেন, ইঙ্গরেজেরা, পূৰ্ব্ববং, বিনা শুল্কে, বাণিজ্য করিতে পাইবেন । ক্লাইব, উপস্থিতির অব্যবহিত পরেই, ডিরেক্টরদিগের আজ্ঞ সকল প্রচলিত করিতে ইচ্ছা করিলেন। কেন্সিলের মেম্বরের বান্সিটার্ট সাহেবের সহিত যেরূপ বিবাদ করিতেন, তাহারও সহিত সেইরূপ করিতে আরম্ভ করিলেন । কিন্তু ক্লাইব অন্যবিধ পদার্থে নিৰ্ম্মিত । তিনি জিদ করিতে লাগিলেন, সকল ব্যক্তিকেই, আর উপঢৌকন লইব না বলিয়া, নিয়মপত্রে নাম স্বাক্ষর করিতে হইবেক । র্যাহারা অস্বীকার করিলেন, তিনি তাহাদিগকে তৎক্ষণাৎ পদচু্যত করিলেন । তদর্শনে কেহ কেহ নাম স্বাক্ষর করিলেন। আর, র্যাহারা, অপৰ্য্যাপ্ত অর্থ উপার্জন করিয়াছিলেন, তাহারা গৃহপ্রস্থান করিলেন । কিন্তু সকলেই, নিবিশেষে, তাহার বিষম শত্রু হইয়া উঠিলেন ।