\99ు বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ রত্নাবলী ও নাগানন্দ শ্রীহর্ষদেবপ্রণীত । শ্রীহর্ষদেব কশ্মীরের রাজা ছিলেন । কহলণবাজতরঙ্গিণীর সপ্তম তরঙ্গে শ্রীহর্যদেবের বৃত্তান্ত বর্ণিত আছে। রাজতরঙ্গিণীতে রত্নাবলী ও নাগানন্দের উল্লেখ নাই, কিন্তু এরূপ লিখিত আছে, শ্রীহর্ষদেব অশেষদেশভাষাজ্ঞ, সৰ্ব্ব ভাষায় সৎকবি ও সমস্ত বিদ্যার আধার ছিলেন । (১৫) রত্নাবলী ও নাগানন্দের প্রস্তাবনাতে রাজশ্রীহর্ষদেবপ্রণীত বলিয়া নির্দেশ আছে, এবং রাজতরঙ্গিণীতেও রাজা শ্রীহর্ষদেব সৎকবি বলিয়া লিখিত আছে ; সুতরাং, রাজতরঙ্গিণীর শ্রীহর্ষদেব যে রত্নাবলী ও নাগানন্দের রচয়িতা, এ বিষয়ে সংশয় হইতে পারে না। বিশেষতঃ, আর কোন গ্রন্থে আর কোন রাজা শ্রীহর্ষদেবের উল্লেখ দেখিতে পাওয়া যায় না। শ্রীহর্ষদেব, কিঞ্চিদধিক আট শত বৎসর পূৰ্ব্বে, কশ্মীরের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। তদনুসারে, রত্নাবলী ও নাগানন্দ আট শত বৎসরের পুস্তক । এরূপ প্রবাদ আছে, ধাবক নামে এক কবি রত্নাবলী ও নাগানন্দ রচনা কবেন ; শ্রীহর্ষদেব, অর্থ প্রদান দ্বারা পাবককে সম্মত ও সন্তুষ্ট করিয়া, ঐ দুই নাটক আপন নামে প্রচলিত করিয়াছেন । প্রসিদ্ধ প্রধান অলঙ্কারিক মৰ্ম্মটভট্টের লিখন দ্বারাও এইরূপ প্রতিপন্ন হইয়া থাকে। (১৬) কিন্তু ধাবক ও শ্রীহর্ষদেবে সহস্ৰ বৎসরেরও অধিক অন্তর । উভয়ে এক সময়ের লোক নহেন । কালিদাসের মালবিকাগ্নিমিত্রের প্রস্তাবনাতে, প্রাচীন নাটকলেখক বলিয়া, ধাবকের নামোল্লেখ আছে। (১৭) তদনুসারে ধাবক বিক্রমাদিত্যের সময়েরও পূৰ্ব্বে প্রাছভূত হইয়াছিলেন । সুতরাং, ঐ লোকপ্রবাদ ও তন্মুলক মন্মটের সিদ্ধান্ত অমূলক বোধ হইতেছে । আর, যখন শ্রীহর্ষদেবের সৎকবিত্ব ও অশেষবিদ্যাশালিত্ব প্রামাণিক পুরাবৃত্ত গ্রন্থ দ্বারা প্রতিপন্ন হইতেছে, তখন, অমূলক লোকপ্রবাদ ও তন্মুলক মম্মটের লিখন রক্ষার্থে, ধাবকান্তর কল্পনা করিয়া, শ্ৰীহৰ্ষদেবের কবিকীৰ্ত্তি লোপ করা কোন ক্রমেই ন্যায়ানুগত বোধ হইতেছে না । (১৫) সোহশেযদেশভাষাজ্ঞঃ সৰ্ব্বভাষাসু সৎকবি । কৎহ্মবিদ্যানিধিঃ প্রাপ খ্যাতিং দেশান্তরেস্বপি ॥ ৬১১ । (১৬) শ্ৰীহৰ্ষাদেধাবকাদীনামিব ধনম্। কাব্যপ্রকাশ । (১৭) প্রথিতযশসাং ধাবকসৌমিল্লকবিপুত্ৰাদীনাং প্রবন্ধানতিক্রম্য বর্তমানকবেঃ কালিদাসস্থ্য কুতে কিং কুতো বহুমানঃ ।
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৫৮
অবয়ব