পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wが○br বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ করিয়া, অগ্নিপ্রবেশ করিয়াছেন।” (২) শূদ্রক রাজা, কবি ও অগাধবুদ্ধিশালী হইয়া, গজেন্দ্রগমন, চকোরনয়ন, পূর্ণচন্দ্ৰবদন সুঘটিতকলেবর ইত্যাদি বিশেষণ দ্বারা আপন গ্রন্থে আপনার বর্ণন করিবেন, সম্ভব বোধ হয় না । বিশেষতঃ, এক শত বৎসর দশ দিবস আয়ুঃ লাভ করিয়া, অগ্নিপ্রবেশ দ্বার স্বীয় প্রাণত্যাগের বিষয় স্বগ্রন্থে নির্দেশ করা কোন ক্রমেই সংলগ্ন হইতে পারে না । ইহাতে, অনায়াসে এরূপ অনুমান করা যাইতে পারে, মৃচ্ছকটিক শূদ্রকরাজার প্রণীত নহে, অথবা, প্রস্তাবনাংশ শূদ্রকের মৃত্যুর পর অন্য দ্বার রচিত ও মৃচ্ছকটিকে যোজিত হইয়াছে। কিন্তু, প্রস্তাবনার ও নাটকের রচনার এরূপ সেীসাদৃশু যে এই দুই বিষয় বিভিন্ন লেখনীর মুখ হইতে বিনির্গত, এরূপ প্রতীতি হওয়া দুৰ্ঘট । বিশেষতঃ, প্রস্তাবনা গ্রন্থকৰ্ত্তা ভিন্ন অন্য ব্যক্তি দ্বারা লিখিত হয়, এরূপ ব্যবহার অদৃষ্টচর ও অশ্রুতপূৰ্ব্ব । সংস্কৃত নাটকের প্রস্তাবনা নাটকের অবয়ব স্বরূপ, তাহ অন্য ব্যক্তি দ্বারা সঙ্কলিত হওয়া কোন ক্রমেই সঙ্গত বোধ হয় না । মুদ্রারাক্ষস মুদ্রারাক্ষস বিশাখদেবপ্রণীত । প্রস্তাবনায় নির্দিষ্ট আছে, বিশাখদেব রাজার পুত্র । বিশাখ সৎকবি ও সংস্কৃতরচনা বিষয়ে অতি প্রবীণ ছিলেন । কিন্তু তাহার রচনা সম্যক প্রাঞ্জল ও ললিত নহে । যাহা হউক, মুদ্রারাক্ষস এক অত্যুত্তম নাটক । চাণক্য, নন্দ বংশকে রাজ্যচু্যত করিয়া, চন্দ্রগুপ্তকে পাটলিপুত্রের সিংহাসনে নিবিষ্ট করেন । কিন্তু রাজ্যভ্রষ্ঠ নন্দবংশের অমাত্য রাক্ষস অত্যন্ত প্রভুপরায়ণ ও নীতিবিদ্যায় অদ্বিতীয় ছিলেন। তিনি চন্দ্রগুপ্তের প্রতিপক্ষ থাকিলে, তদীয় সিংহাসন বদ্ধমূল হয় না ; এই নিমিত্ত চাণক্য, স্বীয় অসাধারণ কৌশলে ও নীতিপ্রভাবে, রাক্ষসকে চন্দ্রগুপ্তের প্রধানামাত্যপদ স্বীকার করান। এই বিষয় মুদ্রারাক্ষসে অতি সুন্দর রূপে বর্ণিত হইয়াছে। বেণীসংহার বেণীসংহার ভট্টনারায়ণপ্রণীত । এরূপ কিংবদন্তী আছে, আদিশূর রাজ কান্তকুজ হইতে গৌড়দেশে যে পঞ্চ ব্রাহ্মণ আনয়ন করেন, ভট্টনারায়ণ র্তাহাদের মধ্যে (২০) রাজানং বীক্ষ্য পুত্ৰং পরমসমুয়েনাশ্বমেধেন চেষ্টা লব্ধ: চায়ুঃ শতাব্দং দশদিনসহিতং শূদ্রকোহগ্নিং প্রবিষ্টঃ ॥