পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭( 8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ নিত্যানন্দময়ত্ৰতোৎসবদিনে নিতে হয়দে পুণ্যদে নিতানন্দসুতে রতে বিলপিতেহনিত্যার্থত: কশ্বাপে । ভূত্বা বাধিতয়া দয়াভিরধুনা গত্বা ত্বয় তদগ হে পূৰ্য্যাপূৰ্য্য ম্যা স্বচেষ্টতমিদং কার্য্যং মুনেলালসা । ৩৭ ৷ হে নিত্যে ! হে অন্নদে ! হে পুণ্যদে ! অকিঞ্চিৎকর অর্থের অসদ্ভাববশতঃ, মহর্ষি কশ্বাপের অন্তঃকরণে অতিমহৎ বিষাদ উদ্ভূত হইয়াছে। আমি তোমার অতি অকিঞ্চন সন্তান, আমার প্রতি কিঞ্চিৎ দয়া প্রকাশ করিয়া তদীয় ভবনে পদার্পণপূর্বক, আমার প্রার্থন পূর্ণ ও র্তাহার মানস স্বসিদ্ধ কর। সেতু্যক্ত মুনিনা প্রকামমহিম। ভক্তেন ভক্তেষ্টদাবিদ্যাগ্রস্থিভিদা পুনর্ভবভিদ জীবাত্মভেদচ্ছিদ । কাৰ্য্যং পুর্য্যমিদং ময় স্বচরিতং দেবর্ষিবর্স্য ত্বয়া গত্বা তত্র মুনেগৃহে মুনিবরং প্রত্যাহ তং সারদা ॥ ৩৮ ৷৷ দেবর্ষির প্রার্থনাবাক্য শ্রবণ করিয়া, ভক্তজনের বাঞ্ছিতফলপ্রদায়িনী ভগবতী জগদীশ্বরী প্রতিপ্রফুল্ল লোচনে প্রসন্ন বচনে কহিলেন, বৎস! কাতরভাব পরিত্যাগ কর, তুমি যে কার্য্যের অনুষ্ঠান করিয়াছ, আমি কশ্বপভবনে অধিষ্ঠানপূর্বক তাহার সমাধান করিব ; তুমি তজ্জন্ত অণুমাত্র উদ্বিগ্ন হইও না । তস্মাদেয মুনিমুনীশ্ববমণিজ্ঞানৈকবাঞ্জামণির্যোগিধ্যানমণি: স্বয়ং যদুমণিগ্রনামবক্ষোমণি: | সাক্ষাদ্ব্যোমমণির্মহেশগৃহিণীশ্ৰীপাদচিন্তামণিস্ত্যক্ত নিত্যমণিধর্মে মুনিপুরীং দুৰ্গেতি কুত্বা ধ্বনিম্ ॥ ৩৯ ৷ এইরূপ ভগবতী জগদীশ্বরীর আশ্বাসবাক্যে বিশ্বস্তহৃদয় হইয়া মুনিকুলতিলক, পরমজ্ঞানরত্নাকর, হরিনামাঙ্কিতহদয়, তেজে সাক্ষাৎ দিবাকর, বিষয়বাসনাবিরহিত দেবর্ষি নারদ, মহেশমহিষীর চরণারবিন্দে চিত্ত সমর্পণ করিয়া দুর্গ দুর্গ বলিতে বলিতে কশ্বপভবনাভিমুখে প্রস্থান করিলেন। মধ্যাহার্কসমে সুহৃদ্রিপুসমে বেদীর্থসংবিত্তমে নিত্যানন্দরমে স্বসাধিতযমে স্বাধীনযানগমে । • জ্ঞানিশ্রেষ্ঠতমেহধমোত্তমসমে মুক্তালিগুঞ্জাসমে প্রারেভেস কৃতাগমে মুনিরিদং দেবর্ষিবৰ্গোত্তমে ॥ ৪০ ৷