সংস্করণের পাঠ গৃহীত হইয়াছে এবং সেই সেই অংশগুলি [ ] বন্ধনী চিহ্ন দ্বারা চিহ্নিত হইয়াছে।
বিদ্যাসাগর মহাশয়ের মৃত্যুর পর “সখা’ পত্রিকায় ছেলেদের জন্য বিশেষভাবে লিখিত তাঁহার দুই একটি গল্প প্রকাশিত হইয়াছিল, এগুলি তাঁহার কোনও পুস্তকে স্থান পায় নাই। তন্মধ্যে ১৮৯৩ সালের এপ্রিল সংখ্যা ‘সখা'য় মুদ্রিত “মাতৃভক্তি” নামক গল্পটি আমরা সংগ্ৰহ করিতে পারিয়াছি; ইহার পরের দুই একটি সংখ্যা ‘সখা’তে বিদ্যাসাগর মহাশয়ের দুই একটি গল্প প্রকাশিত হইয়াছে বলিয়া জানা গিয়াছে, কিন্তু 'সখা’র ফাইল কুত্ৰাপি পাওয়া যায় নাই। যে গল্পটি পাওয়া গিয়াছে, সেটি আমরা এই ভূমিকামধ্যে সন্নিবিষ্ট করিলাম।
জর্জ বাসিংটন, অতি অল্প বয়সে, এক সাঙ্গ মিক অর্ণবযানে মধ্যশ্রেণীব অধ্যক্ষ পদে নিযুক্ত DDDBBBB S B BBBBB BBBBB BBBB BBB BBD DBBS BBBBB BBBS অ’হলদিত হইলেন, এবং প্রস্থানের উদ্যোগ করিতে লাগিলেন । প্রস্থান দিবস উপস্থিত হইল । অর্ণবযান তাহাদেব বাটীর সন্নিকটে আসিয়া নঙ্গব ফেলিল, এবং তাঙ্গাকে অর্ণবযানে লষ্টয়া যাইবার নিমিত্ত, একখানি ছোট নৌকা তীরে প্রেরিত হইল। পরিচ্ছদ প্রভৃতি আবশ্বক দ্রব্য সকল এক তোরঙ্গে রক্ষিত হইয়াছিল ; তিনি ভূত্য দ্বারা ঐ তোরঙ্গটি নৌকায় পাঠাইয়। দিলেন । প্রস্থান বিষয়ে জননীর অল্পমতি গ্রহণের নিমিত্ত, বাসিংটন"তাহার নিকট উপস্থিত হক্টলেন , দেখিলেন, জননী, নিরতিশয় বিষঃ বদনে উপবিষ্ট হইয়া, প্রভূত বাষ্পবারি বিমোচন করিতেছেন । জননীর ভবিদর্শনে তিনি অতিশয় চকিত হইয়া উঠিলেন, এবং বুঝিতে পারিলেন, কিয়ত্ত্বকালের নিমিত্ত, তিনি জননীর দৃষ্টি পথের বর্হিভূত হইতেছেন, এজন্য জননী সাতিশয় শোকাভিভূত হইয়া, বিষঃ বদনে রোদন করিতেছেন । - বাসিংটন, অর্ণবযানে যাইবার নিমিত্ত, যত পরোনাস্তি ব্যগ্র হইয়াছিলেন, কিন্তু জননীব ভাবদর্শনে নিতান্ত হতোত সাহ হইয়া, কিয়ুতক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন । অনস্তর, জননীর মনে ক্লেশ দিয়া, কোনও কারণে কোনও কৰ্ম্ম করা কোনও ক্রমে উচিত নহে, এই বিবেচনা করিয়া, ভূত্যকে বলিলেন, তুমি নৌকা হইতে আমাব তোরঙ্গ লইয়। আইস ; এবং নৌকার লোকদিগকে বলিয়া দেও, আমাব যাওয়া হইবেক না ; আমি গেলে, জননীর মনে অতিশয় ক্লেশ জন্মিবেক ; জননীর মনে ক্লেশ দিয়া, আমি কথনও কোনও কৰ্ম্ম করিতে পারিব না ।