পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ ૧૭ চিরস্থায়ী বন্দোবস্ত হওয়াতে, বাঙ্গালা দেশের যে সবিশেষ উপকার দর্শিয়াছে, ইহাতে কোনও সন্দেহ নাই। এরূপ না হইয়া, যদি, পূর্বের ন্যায়, রাজস্ব বিষয়ে নিত্য নূতন পরিবর্তের প্রথা প্রচলিত থাকিত, তাহা হইলে, এ দেশের কখনই মঙ্গল হইত না । কিন্তু ইহাতে দুই অমঙ্গল ঘটিয়াছে ; প্রথম এই যে, ভূমি ও ভূমির মূল্য নিশ্চিত ন৷ জানিয়া, বন্দোবস্ত করা হইয়াছে ; তাহাতে কোনও কোনও ভূমিতে অত্যন্ত অধিক, কোনও কোনও ভূমিতে অতি সামান্ত, কর নিদ্ধারিত হইয়াছে ; দ্বিতীয় এই ষে, সমুদয় ভূমি যখন বন্দোবস্ত করিয়া দেওয়া গেল, তখন যে সকল প্রজার, আবাদ করিয়া, চির কাল, ভূমির উপস্বত্ব ভোগ করিয়া আসিতেছিল, নুতন ভূম্যধিকারীদিগের স্বেচ্ছাচার হইতে তাহাদের পরিত্রাণের কোনও বিশিষ্ট উপায় নির্দিষ্ট করা হয় নাই । ১৭৯৩ সালে, বাঙ্গালার শাসন নিমিত্ত আইন প্রস্তুত হয়। পূৰ্ব্বে যে যে আইন প্রচলিত করা গিয়াছিল, লার্ড কর্ণওয়ালিস সে সমুদয়ের একত্র সঙ্কলন করিলেন, এবং সংশোধন ও অনেক নূতন আইনের যোগ করিয়া, তাহ এক গ্রন্থের আকারে প্রচারিত করিলেন। ইহাই উত্তরকালীন যাবতীয় আইনের মূলস্বরূপ। ১৭৯৩ সালের আইন সকল এরূপ সহজ, ও তাহাতে এরূপ গুণবত্তা প্রকাশিত হইয়াছে যে তৎপ্রণেতার যথেষ্ট প্রশংসা করিতে হয়। ঐ সমুদয় আইন দেশীয় কতিপয় ভাষাতে অনুবাদিত হইয়া সৰ্ব্বত্র প্রচারিত হইল । তৎকালে ফরষ্টর সাহেব সৰ্ব্বাপেক্ষায় উত্তম বাঙ্গালা জানিতেন ; তিনি, বাঙ্গাল ভাষায়, ঐ সমুদয় আইনের অনুবাদ করেন । এই সাহেব, কিঞ্চিৎ কাল পরে, বাঙ্গালী ভাষায়, সৰ্ব্বপ্রথম, এক অভিধান প্রস্তুত করেন । পারসী ভাষায় সবিশেষ নিপুণ এডমনষ্টন সাহেব, ঐ ভাষাতে, আইনের তরজমা করেন । এই অনুবাদ এমন উত্তম হইয়াছিল যে, গবৰ্ণমেণ্ট, সন্তুষ্ট হইয়া, তাহাকে দশ হাজার টাকা পারিতোষিক দেন । এই সমস্ত আইন অনুসারে, বিচারালয়ে যে সকল প্রথা প্রচলিত হয়, তাহ প্রায় চবিবশ বৎসর পর্য্যন্ত প্রবল থাকে। পরে, দেশীয় লোকদিগকে বিচার সংক্রান্ত উচ্চ পদে প্রতিষ্ঠিত করা নিৰ্দ্ধারিত হওয়াতে, তাহার কোনও কোনও অংশ পরিবৰ্ত্তিত হয় । লার্ড কর্ণওয়ালিস বিচারালয়ে পাচ সোপান স্থাপিত করেন। প্রথম, মুন্সেফ ও সদর আমীন ; দ্বিতীয, রেজিষ্টর ; তৃতীয়, জিলা জজ ; চতুর্থ, প্রবিন্সল কোর্ট ; পঞ্চম, সদর দেওয়ানী আদালত। তিনি এই অভিপ্রায়ে সমুদয় সিবিল সরবেণ্টদিগের বেতনবৃদ্ধি করিয়া দিলেন যে, আর তাহারা উৎকোচগ্রহণের লোভ করিবেন না। কিন্তু বিচারালয়ের দেশীয় У о