পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ বিদ্যtহন্দর । তরুতলে রূপরাশি নিরখে নিকটে আসি আপন পাসয়ে রাম সুখে ॥ জিজ্ঞাসে জুড়িয়া কর হেদৈ হে পুরুষবর কোথা ঘর কাগর নন্দন । . মনুষ্য শরীরছলে সহস্র।ক্ষ ক্ষিতি তলে কিবা হবে রোহিণী-রমণ ॥ অথবা মকরকেতু বিদ্যাবতী লাভ হেতু আগমন কারণ বিশেষ । পূৰ্ব্বে পোড়াইল হর হারাইল। পঞ্চশ র তথাপিও জয়া সৰ্ব্বদেশ ॥ কিবা রূপ কি লাবণ্য জনক তোমার ধন্থ কত পুণ্যে জন্মে হেন পুত্ৰ । যে তব প্রসবস্থলী ভাগ্যবতী তারে বলি সে ধনী সমান নাহি কুত্ৰ ॥ হাসি কহে গুণধাম সুন্দর আমার নাম গুণসিন্ধু রাজার নন্দন । কিন্তু বিদ্যাব্যবসাই বিদ্যা অন্বেষণে যাই বিদ্য হেতু বিদেশে গমন ॥ অধিক কহিব কিবা বিদ্য বিদ্যা রাত্রিদিবা মনে মনে একান্ত ভাবনা । সেবি বিদ্যা বিদ্যা লাগি হইয়াছি দেশত্যাগী যদি বিদ্যা পূরাণ কামনা ৷ বুঝিয়া বাক্যের ছল হীরাবতী খল খল হাসে ভাযে বটে হে বুঝেছি।