বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぐ。 বিদ্যাস্থদের । নিভৃতে নাগর নানা রস করে রঙ্গে । চন্দনে চর্চিত চার চামীকর অঙ্গে॥ কম্বুকণ্ঠে কলিত কাঞ্চন কণ্ঠমাল । মস্তকে মুকুট মণি-মুকুতা-মিশাল ॥ মোহন মুকুরে মঞ্জু মুখ নিরথিয় । উথলে অমিয়া-সিন্ধু উল্লাসিত হিয়ু ॥ যামিনী ঘামাদ্ধে যাত্র জায়া হেতু কবি । আলো করে আন্ধারে অপেন অঙ্গছবি ॥ ভাগ্য ভাল ভাবিতে ভাবিতে ভয় ভাগে । চলিতে চঞ্চল চিত্ত চমৎকার লাগে। ধন্য দার। স্বপ্নে তার প্রত্যাদেশ তারে । আমি কি অধম এত বৈমুখ আমারে । জন্মে জন্মে বিকায়েছি পাদপদ্মে তব । কহিবার কথা নহে বিশেষ কি কব | প্রসাদে প্রসন্ন হও কালী কৃপামই । আমি তুয়া দাসদাস দাসীপুত্ৰ হই । বিদ্যার উৎকণ্ঠাবস্থায় সুন্দরের দর্শন । ধন্য সে যামিনী মধু কুহরে কোকিলবধু পূর্ণবিধু উদয় গগনে। মত্ত মধুকরবৃন্দ ফুলে পিয়ে মকরন্দ মুখরিত কুসুমকাননে ॥ গগনেতে মেঘ দেখি আনন্দ-অপার শির্থী মন্দ মন্দ মলয় সমীর ।