বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোটালিনীকর্তৃক ভদ্রকালীর স্তুতি । ৮৫ বিতুষ্ট জননী কালী খেদমত কোতোয়ালী গালাগালী লতায় ছুতায় । নাহি গণে আগ পিছ যার যায় খড়গাছ{ প্রথমেতে আমাকে গুতায় ॥ মারিয়া করিল ক্ষীণ দেখি পাচ সাত দিন চোরের নাগাল যদি পাই । মনেতে সকল আছে দিয়া নৃপতির কাছে অধিকার ছাড়া চয়ে যাই ॥ হইল সুন্দর শিক্ষণ মেগে খাব মুষ্টি ভিক্ষ। এমন সম্পদে কায নাই । . প্রসাদ বলিছে বু৪ এ দায় খালাস হও তবে তুমি যাও অন্য ঠাই ॥ কোটালিনাকর্তৃক ভদ্রকালীর স্তুতি । কোটাল-কামিনী হেথ পূজে ভদ্রকালী । করপুটে কহে মাগো একি ঠাকুরালী ॥ ভাল মন্দ কভু মোর প্রভু নাহি জানে । অপরাধ করে কেহ কেহ মরে প্রাণে ॥ দয়া কর দাসে দয়াময়ি দীক্ষায়ণি । দনুজদলনি দুর্গে দুৰ্গতিনাশিনি ॥ ধব তব ভব কব তার গুণ কিবা । আশুতোষ আtখ্যা এক শুন মাগো শিবা ॥ সদাশিব সদাশিব সমূহ বিনাশে । কৃপানাথ নামে কষ্ট নষ্ট অনাস্বাসে। to