পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S o বিদ্যাহন্দর । শুন গুন প্রাণনাথ বাক্য সারোদ্ধtর । বাম পদে একান্ত খন্দক হও পার ॥ ধরা গেলে কাট। যাবে নৃপতি দুর্জন । তোমার মরণে মেীর নিশ্চয় মরণ ॥ নহে শাস্ত্র সম্মত সসত্ব। সহমৃত।। ঘরাত্মা দুৰ্ব্বোধ বিবেচনা শূন্য পিতা ৷ অপমৃত্যু হবে তার যে করুন কালী ॥ তুমি তো পণ্ডিত প্রভু একি ঠাকুরালী ॥ পূৰ্ব্বাপর শত বটে রাজনীতি ধৰ্ম্ম । জাতি প্রাণ হেতু সাধু করে দুষ্টকৰ্ম্ম । ভাৰ্য্যা হেতু রামচন্দ্র সুগ্ৰীবে মিতালী । বধিলা নির পরাধে বানরেশ বালী ॥ ধৰ্ম্মপুত্র যুধিষ্ঠির তার শুন কাৰ্য্য। অশ্বথামা হত বাক্যে হত্য। দ্রোণাচার্য্য ৷ সুন্দরীর কথা শুনি কবি বিচক্ষণ । হাসি কহে গুন ইতিহাস রামায়ণ ॥ কাল করে মুক্তি প্রশ্ন রামচন্দ্র সনে । কেহমাত্র সঙ্গে নাহি দোহে সঙ্গোপনে ॥ কহে কৃপাময় কিন্তু কর সত্য পণ । এখানে দেখিবা যারে করিবা বর্জন ॥ . কালবাক্যে কমলাক্ষ প্রতিজ্ঞ স্বীকার। লক্ষ্মণ ঠাকুরে দিলা রক্ষা হেতু দ্বার ॥ দৈবের নির্বন্ধ কভু থওনি না যায়। দুৰ্ব্বাসা নামেতে মুনি মিলিল। তথায় ॥