পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bషి 8 বিদ্যাসুন্দর । অপাঙ্গ লোচনে নিরখিয় রূপ ভূপ। পরমপুরুষ চিত্তে জানিলে স্বরূপ ৷ ধন্য কন্যা অন্বেষণে মিলাইল পতি । বররূপে কোন দেব ভ্রমে বসুমতি রেবতী-রমণ কিম্বা কিম্বা বৃষকেতু । কিম্বা নারায়ণ নিজে রামরস্তা হেতু ॥ কেমন পণ্ডিত বাপ জানা কিন্তু চাই। রাজা বলে কাট চোরে মসানে বাঘাই ॥১ তfাখি ঠারে আরবার করে নিবারণ। মিছামিছ করে কত তর্জন গজ্জন ॥ পৰ্ব্বতজ পাদপদ্ম মানসে প্রণাম । হাসি হাসি মৃধাভাষী কহে গুণধাম ॥ কাট রাজা তিলদ্ধ না করি মৃত্যুভয় । গোটাকত কথা কহি শুন মহাশয় ॥ অদ্যাপিতাং কনকচম্পকদম গৌরীং ফুল্লারবিন্দবদনাং তনুরোমরাজিং । স্বপ্তোখিতাং মদনবিহ্বল লালসাঙ্গীং বিদ্যাং প্রমুদ গণিতামিব চিন্তয়ামি । অদ্যাপি সা কনকচম্পকদাম তনু । প্রফুল্ল কমলমুখী ভুরু কামধন্থ । নিদ্রা ভঙ্গে অলসাঙ্গী মদন বিহবল ৷ চি স্তয়ামি নিরস্তর বিদ্যার কুশল ।