পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুন্দরের স্বর্গারোহণ । ১৭৭ পবস্ত্রী জননী তুল্য থাকে যেন মনে । কদাচ না লোভ যেন হয় পরধনে ॥ একান্ত বিহিত নহে মনি-মান-ভঙ্গ । সৰ্ব্ব ধৰ্ম্ম নষ্ট তবে যাবে নীচসঙ্গ ॥ নিরস্তুর থাক ভাল রিপু সঙ্গে শৌর্ঘ্য । সম্পদে বিনয়ী হবে বিপদেতে ধৈৰ্য্য ॥ ব্রাহ্মণ মামকী তনু ঈশ্বরাজ্ঞী বটে। সাবধানে রৰে ধরামর সন্নিকটে ॥ ভবানী শঙ্কর বিষ্ণু এক ব্ৰহ্ম তিন। ভেদ করে সেই মূঢ় জন প্রজ্ঞাহীন ॥ গুরুমন্ত্ৰ ইষ্টদেব পরমায়ু ধৰ্ম্ম । ব্যক্ত করা মত নহে এ সকল কৰ্ম্ম ॥ গুরু আজ্ঞ বিনা শিক্ষা গুরু করে যে । গুরু ত্যাগে যে পাপ সে পাপ লভে সে ॥ অবচ্ছেদাবচ্ছেদে যে যায় যথা তথা । সেই মন্ত্ৰে কদাচ না কবে গুহ কথা ॥ পদ্মনাভ কহে এ কথায় কিবা লাভ। বুঝিতে ন পারি মহাশয় তব ভাব। পুনরপি কবিবর সবিশেষ কহে । শুনি শিশু শোকে বুকে অশ্রুধারা বহে ॥ পৰ্ব্বতের আড়ে পিতা আছি এ ত কাল । এত শীঘ্ৰ ছাড়ি যাব একি ঠাকুরাল ॥ এক কালে পি তােমা তা বিয়োগ যাহার । o পৃথিবীতে জীয় মুখ কি ছরে তাহার ॥