পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোটালকে ধরিতে অনুমতি । Sసి গায় কাটে—গাত্রে কামড়ায় । সখিগণ প্রতি কহে কর্কশ বচন—ভারতে আছে, আলো সর্থীগণ তোর বা কেমন • রক্ষক আছিলি ভালে । ( ইত্যাদি দেখ ) রামদুলাল—রামপ্রসাদের পুত্র । কোটালকে ধরিতে অনুমতি । ( ৭৮-৭৯ পৃঃ ) নহে সুখী•••এই স্থানে বর্ণনায় প্রসাদগুণ না থাকিলেও, তাহ। অত্যন্ত সুন্দর হইয়াছে । ভারতচন্দ্রের এই স্থানের বর্ণনা আরও মনোহর । - অম্বর-(১) পরিধানের কাপড়। (২) আকাশ । তারাকার ধারা—তারকাতুল্য অশ্রধারা। তৃষ্ট নিষ্ঠাগত – পিপাসা অতিরিক্ত হইয়। উছ। গায় বসিয়া গেলে, পরে আর জল পানের ইচ্ছা থাকে না । জলদ গুচ্ছছট-আলুলায়িত চুলের শোভা মেঘের শ্রেণীর মত। বরট-হংসী । মরালগামিনী । উপে—সমীপে । আদ্যকান্তে.লবে—রাজ, রাজ্ঞীর ঈদৃশ উগ্ৰচণ্ডীমূৰ্ত্তি দেখিয়া ভাবিলেন, কোন হতভাগ্য ন জানি রাজ্ঞীর বিরাগ ভাজন হইয়াছে, সুতরাং বলিলেন, হে প্রিয়ে, রজনী প্রভাতে অাজ কোন হতভাগ্য ন জানি শমন সদনে প্রেরিত হইবে। পৰ্ব্ব-ব্যাপার, কাও ৷ টাঙ্গন— একজাতীয় পাৰ্ব্বতীয় অশ্ব । বেহেসাব-অন্যায় গালিগালাজ দেয় । গিরি-পড়িয়া আছে। সেতাব- শীঘ্ৰ ।