পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুত তত্ত্ব শিক্ষক 2 x > SSASAS SS SAAAA AASAASAASAASAASAASAAAS সেলের মধ্যস্থ তরল পদার্থ যাহার মধ্য দিয়া বিদ্যুৎ নেগেটিভ হইতে পজিটিভে আসে। বিদ্যুচ্চালক বল বা ই, এম, এফ, এই সমস্ত পথের মধ্য গিয়া বিদ্যুৎকে চালায় মুতরাং ইহার কিছু অংশ বিদ্যুৎকে আভ্যন্তরিক পথের মধ্য দিয়া চালায় ও বাকী অংশ বাহিক পথের মধ্য দিয়া চালায় । সংযোগের পর এই বাহিক পথের বাধাকে অতিক্রম করিঃ বিদ্যুৎকে চালাইতে ই, এম, এফ, এর যে অংশ লাগে তাঁহাই পোলদ্বয়ের পি, ডি, এবং ইহা সৰ্ব্বদাই ই, এম, এফ, অপেক্ষা কম হইবে যদি না আভ্যন্তরিক পথের বাধাকে অতিক্রম করিতে কিছুমাত্র পি, ডি, প্রয়োজন না হয়, অর্থাৎ আভাস্তরিক পথের বাধা কিছু না থাকে, যাহা কাৰ্য্যত: অসম্ভব । এবং এই আভ্যন্তরিক পথের বাধাকে অতিক্রম করাইয়া বিদ্যুৎ চালাইতে ই, এম, এফ, এর যে অংশ লাগে তাহাকে আভ্যন্তরিক পথে পতিত পি, ডি, ( Potential drop in internal resistance ) ICF SIS Ifo ই, এম, এফ, হয় E, পোলদ্বয়ের পি, ডি, W ও আভ্যস্তরিক পতিত পি, ডি, v, তাহা হইলে E = W+v । 'পোটেনস্তাল পার্থক্য মাপের একক ভোণ্ট (Volt ) এবং ড্যানিয়েল সেলের ই, এম, এফ, প্রায় ১ ভোণ্ট, মুতরাং ইহার সহিত তুলনায় অন্যান্য সেলের ই, এম, এফ, মোটামুটি পাওয়া যাইতে পারে। ঠিকমত ভাবে ই, এম, এফ,মাপিতে হইলে ক্লার্কস্ ষ্ট্যাণ্ডার্ড সেল বা ওয়েষ্টন ষ্ট্যাগুার্ড সেলের ই, এম, এফ, এর সহিত তুলনা করিয়া মাপিতে হয়। ইলেকট্রোমিটার সাহায্যে ই, এম, এফ, ও ভেণ্টিমিটার (Woltmot r ) সাহায্যে ভোল্টেজ বা পি, ডি, মাপা হয় । প্রবাহ (Current) : —প্রবাহ মাপিবার একক তলা মপে স্লাৱ ( Ampero ) । পৃথক্ পোটেনস্তাল বিশিষ্ট দুই বিন্দুকে পরিচালক দ্বার সংযুক্ত করিলে বিদ্যুৎ প্রবাহ হয়। এই প্রবাহের বেগ পি, ডি, অনুযায়ী হয়, অর্থাৎ পি, ডি, যত অধিক হইবে প্রবাহের বেগ তত অধিক হইবে। ইহা