পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vo বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক tశి - - - - হইবে। এই বিরূপ সম্ভাবন হেতু যে বিপরীত ভোল্টেজ ও প্রবাহ সভূক্ত হুইবে তাঙ্গ প্রথম পাকটির প্রবাহকে অগ্রসর হইতে বাধা দিবে, অবগু. যতক্ষণ পয্যন্ত অন্যান্য পাকগুলিতে এই সম্ভাবন ক্রিয়া চলিতে থাকে ততক্ষণ পৰ্য্যন্ত ঐ ব্যাটারি বা উৎপাদক প্রেরিত প্রবাহ অগ্রসর হইতে বাধা পায। পরে, প্রথম পাকটিতে প্রবাহ স্থিতিলাভ করিলে বলরেখার ংখ্যা এক ভাব হইয়া যায় বলিয়া সম্ভাবন ক্রিয় বন্ধ হইয়া যায ও প্রথম পাকটির প্রবাহ অগ্রসব হইতে আর বাধা পায় না। স্বতবাং ইহা দ্বিতীয় পাকটিতে উপস্থিত হয। এখন প্রবাহ বিশিষ্ট দুইটি পাক চওয়া হেতু বলরেখার সংখ্যা দ্বিগুণ হইয়া যায়। স্বভরাং দ্বিতীয় পাকটিতে অগ্রসর ইচবাৰ সময় পূরের মত অন্যান্য পাকগুলিতে বিরূপ সম্ভাবন হয়। এ ৰূপে প্রেরি ৩ প্রবাহ প্রত্যেক পাকটিতে স্থিতিলাভকালে সম্মুখীন অন্যান্য পাকওণি হইতে ক্ষণিক বাধা প্রাপ্ত হইতে ইষ্টতে অগ্রসর হইতে থাকে গু মূহত্তের মধ্যে সমস্থ কয়েলটিতে স্থিতি লাভ করে । তখন আব সম্ভাবন হয় না, উহা একভাবে বহিতে থাকে। কয়েলের মধ্যে ঢুকিবার সময প্রবাহ কেবলই বাধ। পাচতে থাকে বলিয়া উহার তেজ গোড়ার মুখে ক্ষণেকের জন্ত ( অথাৎ যতক্ষপ্ত না সমস্ত কয়েলে উহা স্থিতি লাভ বরে ) হ্রাস বৃদ্ধি পাটতে থাকে সেইজন্য বৈদ্যুতিক বাতি প্রভৃতির পথে কোনস্থানে তার কয়লের মত পাকান থাকিলে, উহাদিগকে জালবার সময স্বইচ টিপিয়া সংযোগ কৰিলে বাত একেবারেই পূর্ণভেজে জ্বলে না, প্রথম মুখে আলোর তেজ একবার বাড়িয়া যায় ও পরক্ষণেষ্ট কমিয়া যায়–অবশ্য এরূপ খুব অল্প সময়ের জন্ত হয়, কারণ সমস্ত কয়েলটিতে প্রবাহ স্থিতিলাভ করিলেই উই সমতেজে জলিতে থাকে। এই সম্ভাবনকে সংযোগ কালীন স্বীয় সম্ভাবন (Self Induction it make ) বলে। ঠিক সেইরূপ কয়েলের মধ্য দিয়া যদি প্রবাহ এ বার স্থিতি লাভ করিয়া থাকে তাহা হইলে কয়েলের অন্তর্বর্তী স্থান