পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bbyఏ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS সংযুক্ত হয়, অর্থাৎ আমেচারের একটি ব্রাস কয়েলের এক শেষ ভাগের সহিত সংযুক্ত হয়, কয়েলের অপর শেষভাগটি লাইনের একটি তারের সহিত ও লাইনের অপর তারটি আমেচারের দ্বিতীয় ব্রাসের সহিত, এই ভাবে সংযুক্ত হয়। ইহাতে আমেচারের সমস্ত প্রবাহ রাজ্য কয়েলের মধ্য দিয়া গিয়। তবে লাইনে প্রবাহিত হয় এবং একই প্রবাহ পর পর করিয়া প্রত্যেকটির মধ্য দিয়া প্রবাহিত হয়। অতএব রাজ্যকয়েল প্রবল প্রবাহ দ্বারা উত্তেজিত হয়, সুতরাং উহার অল্প ংখ্যক পাকদ্বারা প্রয়োজন মত চুম্বককয় বল পাওয়া যায়। সেইজন্য সিরিজ ডায়নামোতে রাজ্য কয়েলের পাকসংখ্যা অল্প হয় এবং যাহাতে উহ! প্রবল প্রবাহ বহনক্ষম হইতে পারে তজ্জন্ত মোটা তার ব্যবহৃত হয়, সুতরাং রাজ্যকয়েলের বাধা অতি অল্প হয় । ইহাতে যদি বহিপথ খোলা থাকে তাহী হইলে লাইন, আমেচার বা রাজ্যকয়েলের মধ্যে প্রাবাহ বহিতে পায় না, স্বতরাং রাজ্যকয়েলও উত্তেজিত হয় না। কিন্তু রাজ্য-কয়েল উত্তেজিত না হইলেও, চুম্বকের কিছু পরিমান অবশিষ্ট (residual) চুম্বকত্ব থাকা হেতু আমেচারের ব্রাসদ্বয়ের মধ্যে সামান্য পরিমাণে কিছু পি, ডি, উৎপন্ন হয়—অবখ্য এই পি, ডি, পরিবদ্ধিত হইতে পায় না। অতএব দেখা যাইতেছে যে সিরিজ ডায়নামোর বহিপথ খোলা অবস্থায় ভোল্‌টেজ অতি অল্প হয় বা কাৰ্য্যত: প্রায় কিছুই হয় না। এখন যদি বহিপথ সংযুক্ত করা যায় (যথা ২৫৩ চিত্রে কতকগুলি বাতির দ্বারা এই সংযোজন করা হইয়াছে ) ভাহা হইলে এই সামান্ত ভোল্‌টেজ হেতু লাইন, আমেচার ও রাজ্য কয়েলের মধ্য দিয়া সামাগু চিত্র—২৫৩ প্রবাহ বহিবে ও রাজ্য-কয়েল সামান্ত উত্তেজিত হইবে, ভজন্য রাজ্যতেজ পরিবদ্ধিত হইবে ও সেই সঙ্গে ই, এম, এফ, এবং প্রবাহ বেগ বৰ্দ্ধিত হইবে ও তজ্জন্য রাজ্যতেজ পুর্বের মত আরও