পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ পরিচয় । আগ্রতা ও অগ্রিস্ফুলিঙ্গ =gpf (Lead and Sp.rkless Commutation) :—এখন দেখা যাউক কমিউটেটারের ঠিক কোন স্থানে ব্রাস বসাইলে অগ্নিস্ফুলিঙ্গ হইবে না। এতদূর অবধি বলিয়া আস হইয়াছে—ব্রাসের স্থান এরূপ ষে উহার একদিকে কয়েলটি একটি মেরুর অধীন ও অপরদিকে অপর মেরুর অধীন, অর্থাৎ কয়েলের মধ্যে একদিকে প্রবাহ বহিতে বহিতে যখনই অপরদিকে বহমান প্রবাহ সম্ভালিত হয় তৎক্ষণাৎ যেন উহার কমিউটেটার কোয় ব্রাস পরিত্যাগ করে। এই নিমিত্ত, ডায়নামোর কার্য্যাবলী সহজে বুঝাইবার জন্য রাজ্যচুম্বকের মেরুদ্বয়ের মাঝামাঝি স্থানে ব্রাস স্থাপিত ধরা হইয়াছে, অর্থাৎ রাজ্যচুম্বকের মেরু ংযোজক রেখাতে লম্বরেখা টানিলে উহা অttশ্বচারের যে স্থানে পড়ে সেই স্থানকে ব্রাসের স্থান ধরা হইয়াছে। এভক্ষণ অবধি এই স্থানকে নিস্ফল স্থান (Neutral zone) ও এইস্থান পার হইবার সময় সম্ভাবিত প্রবারে দিক উলটাইয়া যায়, ধরা হইয়াছে। কিন্তু বাস্তবিক ইহা ঠিক নহে । আৰ্ম্মেচার যে দিকে ঘুরিবে এই স্থান হইতে সেইদিকে খানিকট। অগ্রসর হইলে তবে এই নিস্ফল স্থান পাওয়া যায় এবং কাৰ্য্যতঃ ও দেখা যাইবে যে ডায়নামে চলিতে থাকিলে আর্শ্বেচারের ঘূর্ণনদিকে ব্রাসকে কিছু অগ্রবর্তী করাইয়া দিলে তবে অখ্রিস্ফুলিঙ্গ বন্ধ হয়। ব্রালকে অগ্রবর্তী করাইবার নিমিত্ত ব্রাসের হোল্ডার বা ধারকগুলি ব্রাস রকার নামক একটি অবলম্বনের সহিত আবদ্ধ থাকে, এই ব্ৰাপ-রকারকে ঘুরাইয়া হোল্ডার সমেত ব্রাসকে অগ্রপশ্চাৎ করান যায় এবং কতটা অবধি অগ্রবর্তী করিলে অগ্নিস্ফুলিঙ্গ বন্ধ হইবে, তাহ ব্রাসকে একটু একটু করিয়া সরাইয়া পরীক্ষা (Trial) দ্বারা নিরূপণ করিতে হয় ।