পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ২৯২ পরস্তু বৈদ্যুতিক শক্তিকে আবস্থিক রাসায়নিক শক্তিতে পরিণত করা হয়, পরে এই রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়। সেলের আয়ুবুদ্ধি —+ পাতের গাত্রে উৎপন্ন PbO,এর পরিমাণ আতি অল্প বলিয়া উল্লিখিত ভাবে প্রস্তুত সেলের স্থায়িত্ব অতি অল্প । সেলের আয়ু নিম্নলিখিত ভাবে পূৰ্ব্বে পরিবৰ্দ্ধিত হইত –চার্জ করিবার সময় কিয়ৎকাল প্রবাহ বহিলে যখন এনোডের গাত্র PbO,এর পাতলা স্তর দ্বারা আবৃত হয়, তখন প্রবাহের দিক বিপরীত করিয়া দেওয়া হয় অর্থাৎ এনোডকে ক্যাথোডে ও ক্যাথোডকে এনোডে পরিণত করা হয়। এখন নব এনোড O, সাহায্যে Pbo,এর পাতলা স্তর দ্বারা আবৃত হয় এবং PbO, আবৃত নব ক্যাথোডে H, নিঃস্বত হওয়ায় PbO, রিডিউসড হইয়া ধাতব Pb তে পরিণত হয়। ইহার অবস্থা অনেকটা স্পঞ্জের মত হয়, সুতরাং পাতটি স্পঞ্জ সীসা আবুত হয়। প্রবাহকে আবার বিপরীত করিয়া দিলে স্পঞ্জ সীসা আবৃত পাতে O, নিঃস্থত হওয়ায় উছার স্পঞ্জের মত সীসা অল্পায়াসে Pbo,তে পরিণত হয়, অধিকন্তু নূতন সীসার খানিকটা স্তর PbO,তে পরিণত হয় এবং PbO, আবৃত পাতটি স্পঞ্জ সীসা আবৃত হয়। এইভাবে প্রবাহের দিক ক্রমান্বয়ে বিপরীত করিয়া "দিলে একটি ਾਂ PbO,এর পুরু স্তর ও অপর পাতে স্পৰ সীসার পুরু স্তর পাওয়া যায়। এখন PbO,এর পরিমণে অধিককাল ব্যাপিয়া প্রবাহ দিতে সক্ষম হয়, অধিকন্তু অপর পাতটি স্পঞ্জ সীসা আবৃত হওয়ায় উছার বিস্তৃতি অধিক সুতরাং আভ্যন্তরিক বাধা অল্প হইবে। যাহাতে পাতগুলি কূপময় হয় ও অন্নরাসে রাসায়নিক ক্রিয়া সাধিত হয়, তজ্জন্ত চাঙ্গ করিবার পূৰ্ব্বে উহাদিগকে কিছুক্ষণ ঈমে রাখিয়া নাইটিক এসিড মিশ্রিত গরম জলে কয়েকঘণ্টা ডুবাইয়। রাখিতে হয়। উল্লিখিত ভাবে পাত প্রস্তুত পদ্ধতি ইহার প্রবর্তক "প্ল্যাটি’ (Planti) নাম অনুসারে পরিচিত।