পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক Rabr সাধারণ অবস্থায় ১৮৫ ভোলটেজের নিম্নে ব্যাটারিকে আর ব্যবহার করিতে নাই ; তবে ১ ঘণ্টায় ডিসচার্জ হইয়া যায় এরূপ প্রবাহ লক্টতে থাকিলে ১৭৫ ভোণ্টেও উহাকে ব্যবহার করা চলে। ব্যাটারির ষ্ট, এম, এফ, ও 8 s 8-8 obr প্রবাহ মাধুবার জন্য ভেণ্টিমিটার ও আমমিটার ব্যবহৃত হয়, ৪ • ৪—৪•৮ চিত্রে পকেট সেট ভেণ্টমিটার, আমমিটার ও তাছাদের বাক্স দর্শিত হইয়াছে। ব্যাটরিকে সৰ্ব্বদা চার্জড় অবস্থায় রাথিতে হয়, নচেৎ কঠিণ সালফেট প্রস্তুত হয় । এইজন্য বাটারিকে ফেলিয়া রাখিতে হইলে উহাকে একটু একটু সাময়িক চার্জ দিতে হয়। ব্যাটারির ইলেক্টোঙ্গাইটের জল মরিয়া গেলে নিৰ্ম্মল জল যোগ কংিয়া আপেক্ষিক গুরুত্ব বজায় রাথিতে হয়। এবং গ্যাস নিগমের ছিদ্র পথটি সাফ রাপিতে হয়, নচেৎ, বন্ধ হইয়৷ গেলে উহার বাক্স ফাটিয়া যায় । ডায়নামোর প্রবাহ দানের ক্ষমতার একটি সীমা থাকে, কোন ডায়নামোর পক্ষে তাহার ঐ সীমা অতিক্রম করা সম্ভব নহে, কিন্তু আকুমুলেটার চিত্র- ৪১০ হইতে যে কোন পরিমাণ প্রবাহ পাওয়া যাইতে পারে—তবে অভ্যধিক প্রবাহ হইলে ব্যাটারিটি 口けr。