পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ পরিচয় । ইলেকটি ক বেলগ টেলিগ্রাফ ও টেলিফোন। ইলেকটি ক বেলসন (Electric Bells ) —৪৫১ চিত্রে বৈদ্যুতিক ঘন্টার কাঠাম হইতে ইহার"কার্যপ্রণালী বুঝিতে পারা যাইবে। ইহাতে E একটি বৈছাতিক চুম্বক, a নরম লৌহের আমেচিার, ইহা । প্রিং দ্বারা একটি স্থtuন আবদ্ধ ও সাধারণ অবস্থায় S ( অপর প্রিং ) এর সহিত স্পর্শ করিয়া থাকে। ২ টামিনাল s এর সহিত ও ১ টামিনাল চুম্বক পN কয়েলের এক শেষ ভাগের সহিত সংযুক্ত, কয়েলের অপর শেষভাগ a এর সহিত সংযুক্ত। টামিনাল দ্বয়কে একটি পুসের মধ্য দিয়া লাইনের সহিত সংযুক্ত চিত্র-s৫১ - করিয়া ‘পুল টিপিলে বৈদ্যুতিক পথ সম্পূর্ণ হয় ও কয়েলে প্রবাহ বহা হেতু E লৌহটি চুম্বকে পরিণত হইয়া a নরম লৌহকে আকর্ষণ করে ও h হাতুড়িটি g ঘণ্টার উপর চিত্র—৪৫২ পড়িয়া একটি আওয়াজ হয় । কিন্তু এইসঙ্গে s ও a এর মধ্যে বিচ্ছেদ ঘটে বলিয়া প্রবাহ বন্ধ হইয়া যায়, স্বতরাং E এর চুম্বকত্ব নাশ হেতু, প্রিং দ্বার a পূৰ্ব্বস্থানে s এর সংস্পর্শে আনীত হয়, এবং তখনও যদি ‘পুল টেপ থাকে তাহ হটলে