পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 8ఆతి AAAAAA SAAAAA AAAA AAAASAAAA একত্র ও মোটরের কয়েল তিন সেটের o চিহত প্রাস্তত্ত্বেয় একত্র সংযুক্ত করিয়া ঐ সংযোগ স্থানদ্বয়কে একটি তার দ্বারা সংযুক্ত করিলেই চলিবে এবং পরে প্রমাণিত হইবে এই তারটি প্রয়োজন হয় না, চিত্র ৬-২। অতএব দেখা যাইতেছে তিনটি তার দ্বারাই দুই বা তিন-ফেজ কারেন্ট সরবরাহ হইতে পাবে। এখন দেখা যাউক, মাঝের তারটি৭ কিরূপ স্থূলতা হওয়া প্রয়োজন, অর্থাৎ উহার মধ্য দিয়া কি পরিমাণ প্রবাহ বহে, এবং উহাতে কিরূপ ভোল টেজ হয় । দুই-ফেজ প্রবাহের বেলায়—যেহেতু প্রবাহদ্বয়ের মধ্যে সিকি-পিরিয়াড ( ৯০ - ) ফেজের ব্যবধান থাকে—উভবের মধ্যে প্রবাহ একই সময়ে গরিষ্ঠ বা লঘিষ্ট হইতে পারে না, একটিতে প্রবাহ যখন গরিষ্ঠ, অপরটিতে তখন লঘিষ্ট এবং মাঝের তারটির মধ্য দিয়া উভয় প্রবাহের সমষ্টি প্রবাহিত হয়। এখন এই প্রবাহদ্বয়কে গ্রাফে লিপিবদ্ধ করিয়া তাছাদের সমষ্টির 'গ্ৰাফ' লিপিবদ্ধ করিলে ( চিত্র ৬ee A ও B প্রবাহদ্বয়, অপর রেখাটি তাহাদের সমষ্টির গ্রাফ ) দৃষ্ট হইবে প্রবাহদ্বয়ের সমষ্টি একটির /২ હવા আগরও দেখা যায় | "טא צ8יב !> প্রবাহের সমষ্টির গরিষ্ঠ পরিমাণ একটি • প্রবাহের গরিষ্ঠের ১°৪১ গুণ এবং সমষ্টির কার্য্যকরী পরিমাণও (Effective current ) একটি কাৰ্য্যকরী পরিমাণের ه ه به-اس-آقا f5 ১.৪১ গুণ এবং ঠিক এইরূপ ভোল টেজের পক্ষেও সমষ্টি গরিষ্ঠ বা কাৰ্য্যকরী পরিমাণ একটির গরিষ্ঠ বা কাৰ্য্যকরী পরিমাণের ১৪১ গুণ। অতএব দেখা যাইতেছে মাঝের তারটা পার্থের তারের ১°৪১ গুণ বা প্রায় দেড় গুণ মোটা হওয়া প্রয়োজন । তিন ফেজের বেলায় কয়েল তিনটি পরম্পরের সহিত ১২•• “কোণে অবস্থিত, সুতরাং তাঁহাদিগকে ৬•১ চিত্রে দর্শিত ভাবে আঁকিলে কৃষ্ট হইবে