পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ©e د_ وQ لا ,! F-8 2 হইতে পাওয়া যায় । ( একক মেরুতেজের সংজ্ঞা দ্রষ্টব্য )। এই এককটি অত্যন্ত ছোট বলিয়া ব্যবহার হয় না। ইহা অপেক্ষা ৩ × ১•* গুণ বড় পরিমাণকে ব্যবহার্য্য একক ধরা হয়, ইহাকে (Coulomb) বলে। বহমান বিদ্যুতে অপর একটি একক ব্যবহার হয় । পোটেলসন্যtল ( Potential ) —ইহা পূৰ্ব্বে বর্ণিত হইয়াছে। এখন কাৰ্য্যের সহিত সম্বন্ধ দেখাইয়া ইহার পরিমাপ পদ্ধতি বর্ণিত হইবে। পৃথিবীর পোটেনস্যালকে শূন্ত ধরা হয়, কারণ ইহা এত বৃহৎ যে আমাদের ব্যবহাধ্য বিদ্যুৎ ইহার পোটেনস্যালকে বদলাইতে পারে না। বস্তুতঃ সঠিক শূন্ত (Absolute zero) পোটেনস্যাল অনন্ত দূরত্বে, কারণ কোন বিদ্যুদ্ধান বস্তুর বল অনন্তে নিশ্চয়ই শূন্ত এবং এক এককের পোটেনস্যাল— সঠিক সংজ্ঞা প্রদানে এই পোটেনদ্যালকেই শূন্য ধরিতে হইবে। কিন্তু যে পোটেনস্যালকেই শূন্ত ধরা যাউক না কেন দুইটি বিন্দুর মধ্যে পোটেনস্যাল পার্থক্য বা পি, ডি ( P. D. ) একই হইবে এবং কাৰ্য্যকালে এই পোটেনস্যাল পার্থক্যই প্রয়োজন হয় । ধরা যাউক যেন Q একটি পজিটিভ বিদ্যুৎ সম্পন্ন বস্তু"মুক্ত—৯১) ও ইহার নিকটে আর অন্ত কোন বিদ্যুৎ নাই। তাহা হইলে পোটেনস্যাল Q বিন্দুতে পজিটিভ হইতে ক্রমান্বয়ে কমিতে কমিতে অনন্তে সৰ্ব্বত্র শূন্তে இ- a. — e —°— – ০৪:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি) %o পরিণত হইতেছে । আর -- ধরা যাউক যেন অনন্তে চিত্ৰ—৯১ D বিন্দুতে একটি একক পজিটিভ বিদ্যুৎ আছে। এই একক বিদ্যুৎকে অনন্ত হইতে C বিন্দুতে আনিতে হইলে, Q বিন্দুতে স্থিত বিদ্যুতের নিক্ষেপণ বলের বিরুদ্ধে ইহার উপর কার্য্য করিতে হইবে । অতএব একক বিদ্যুৎট যখন C বিন্দুতে উপস্থিত হইল তখন উছা আবস্থিক শক্তি বা পোটেনস্যাল এনার্জি