বিষয়বস্তুতে চলুন

পাতা:বিবিধ কথা.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩০
বিবিধ কথা

সেই মুখ তিনি জীবনে বিস্মৃত হইতে পারেন নাই, এবং বারংবার বলিয়াছিলেন—‘I felt his wonderful love.’

 সেই শিশুর স্পর্শেই ক্ষণকালের জন্য ঋষির সমাধি ভঙ্গ হইয়াছিল; তারপর আবার সেই সমাধি!—কতকালের জন্য, কে জানে?

মাঘ, ১৩৪২